আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে দেশের নাম উজ্জ্বল করেছেন মানু ভাকের। শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ পান। তারপর থেকেই ২২ বছরের শুটারের জনপ্রিয়তা তরতর করে বেড়ে গিয়েছে। ভারতের সবচেয়ে অলঙ্কৃত অলিম্পিয়ানের তকমা পেয়েছেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে একই অলিম্পিকে জোড়া পদক জিতে প্যারিস অলিম্পিকে ইতিহাস সৃষ্টি করেন মানু। কিন্তু তাঁর শুরুটা কোথা থেকে হয়েছিল? নিজের এক্স হ্যান্ডেলে একটি পুরোনো ছবি পোস্ট করেছেন মানু। সেখানে স্কুলের পোশাকে দেখা যাচ্ছে তাঁকে। সঙ্গে রয়েছে সতীর্থরা। দীর্ঘ পথ পেরিয়ে আজ এই জায়গায় ভারতীয় শুটার। কিন্তু তাঁর যাত্রা পথ মসৃণ ছিল না। বিশেষ করে টোকিও অলিম্পিকে সেটব্যাকের পর। সেই স্মৃতি ভাগ করে নিলেন। 

মানু বলেন, 'টোকিও অলিম্পিকের পর আত্মবিশ্বাস ফিরে পাওয়া খুব কঠিন ছিল। আমি বিশ্বের দু'নম্বর ছিলাম। কিন্তু আমি ভাল পারফর্ম করতে পারিনি। তাই হারের পর জয়ের স্বাদ পেতে কেমন লাগে আমি জানি। এটাই খেলার সৌন্দর্য। একটা প্রতিযোগিতায় হারলেও পরেরটা জেতার সম্ভাবনা থাকে। তবে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। লক্ষ্যে পৌঁছতে প্রচুর পরিশ্রম দরকার। সবসময় বড় লক্ষ্য স্থির করা যায় না। তবে তুমি বড় কিছু ভাবলে, তবেই বড় কিছু অর্জন করতে পারবে। আমি সবসময় নিজেকে বলি, কোনও প্রতিযোগিতা হারলেও আত্মবিশ্বাস হারানো চলবে না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প থাকে। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে এমন নয়। স্পোর্টসে জীবন খুব সুন্দর। অর্থ থেকে যশ, সবকিছু পাওয়া যায়।' পাশাপাশি মানু জানান, সকলের সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ডকে সম্মান করা উচিত। জানান, সাড়ে আট বছর ধরে শুটিংয়ে আছেন তিনি। পৃথিবীর অর্ধেক ঘুরে ফেলেছেন। বিভিন্ন ধরনের মানুষ এবং সংস্কৃতি দেখেছেন। তাঁদের লড়াইয়ের সাক্ষী থেকেছেন। মানু মনে করেন, নিজেদের অতীত বা ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনওদিন লজ্জা পাওয়া উচিত নয়।