আজকাল ওয়েবডেস্ক: প্রোদুনভা ভল্টের জন্য তিনি বিখ্যাত ছিলেন। বিপজ্জনক এই ভল্ট তিনি করতেন অনায়াসে। বিশ্বমঞ্চে ত্রিপুরার পতাকাবাহক দীপা কর্মকার বললেও অত্যুক্তি করা হবে না। এহেন দীপা কর্মকারের জিমন্যাস্টিক্স থেকে অবসরের সিদ্ধান্তে স্তম্ভিত গোটা দেশ।

বিস্মিত দেশের ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যও। দীপাকে পাঠানো চিঠিতে মনসুখ মাণ্ডব্য লিখেছেন, ''জিমন্যাস্টিক্স থেকে তোমার অবসরের সিদ্ধান্তের কথা জেনেছি। তোমার অবসরের সিদ্ধান্ত আমাকে অবাক করেছে। আমার স্থির বিশ্বাস যে বিষয়গুলোকে তুমি তোমার জীবনে আগ্রাধিকার দাও, সেগুলোর কথা মাথায় রেখে এবং তোমার অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছ। তোমার সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি।'' 

সেই ছ'ছর বয়স থেকে জিমন্যাস্টিক্স করছেন দীপা। একাগ্রতা এবং অধ্যবসায় দীপাকে পৌঁছে দিয়েছে এক অন্য উচ্চতায়। রিও অলিম্পিকে অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেন ত্রিপুরার মেয়েটি। মনসুখ মাণ্ডব্য বলছেন, ''অলিম্পিকে অংশ নিয়ে ভারতের জিমন্যাস্টিক্সে নতুন এক অধ্যায় যোগ করেছ তুমি।'' দেশকে গর্বিত করেছেন দীপা কর্মকার। সেই তিনিই জিমন্যাস্টিক্সকে বিদায় জানিয়েছেন সবাইকে অবাক করে দিয়ে।