আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ ১৪ সেপ্টেম্বর। বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন সেই ম্যাচ নিয়ে। ভারত বয়কট করুক ১৪ সেপ্টেম্বরের বারুদে ঠাসা ম্যাচ।
পহেলগাঁওয়ে জঙ্গিদের নির্বিচারে গুলি চালনায় ২৬ জন নিরীহ পর্যটক মারা গিয়েছেন। তার পরেও এশিয়া কাপে দুই প্রতিবেশি দেশ মুখোমুখি হবে। ক্ষুব্ধ মনোজ নিজে বয়কট করছেন এশিয়া কাপ। তিনি চান ভারতীয় দলও একই অবস্থান গ্রহণ করুক।
মনোজ বলছেন, ''আমি ব্যক্তিগত ভাবে এশিয়া কাপ বয়কট করছি। আমি খেলা দেখব না। স্কোয়াড কী, সেটাও আমার জানা নেই। আমি ব্যক্তিগতভাবে এই টুর্নামেন্ট বয়কট করছি। পহেলগাঁওয়ে জঙ্গিদের আক্রমণে প্রাণ হারিয়েছেন নিরপরাধ মানুষ। এমন পরিস্থিতিতে আমি এশিয়া কাপ দেখতে চাই না।''
আরও পড়ুন: ধোনিকে বিরাট দায়িত্ব বোর্ডের, কিন্তু কাঁটা যে গম্ভীর...মাহি কী করবেন?
বাংলার প্রাক্তন ক্রিকেটার আরও বলেন, ''যখন আমরা সবাই জানি এই জঙ্গিরা প্রতিবেশি দেশ পাকিস্তান থেকেই আসছে..তাহলে ওদের সঙ্গে খেলার অর্থ কী? একজন সেনা যখন নিজের জীবন বলিদান দেন, তখন সেই দেশের বিরুদ্ধে খেলার কোনও যুক্তি নেই....আমাদের সবারই জানা ওই দেশ থেকেই জঙ্গিরা এসেছে।''
এদিকে, সময় বদলে গেল ভারত-পাকিস্তান ম্যাচের। সন্ধে সাড়ে সাতটার বদলে রাত আটটায় শুরু হবে মহারণ। এশিয়া কাপের ১৯টি ম্যাচ ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে হওয়ার কথা ছিল। তারমধ্যে থেকে ১৮টি।ম্যাচ আধ ঘণ্টা পিছিয়ে গেল। অর্থাৎ, আটটা থেকে শুরু হবে। একমাত্র ১৫ সেপ্টেম্বর আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান ম্যাচ ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান এবং হংকং ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা। গ্রুপ এতে রয়েছে ভারত। সেই গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপ বিতে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কা। আগের বছর শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
প্রসঙ্গত, এশিয়া কাপের সূচি ঘোষণার পর থেকেই সমালোচনার মুখে বিসিসিআই। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি। পরের রাউন্ডে গেলে আবার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকবে। পহেলগাঁও জঙ্গিহানার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। একটি সূত্র মারফত জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া এড়ানো যেত। কিন্তু সেটা করা হয়নি। কিন্তু লিজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল। একাধিক ভারতীয় প্লেয়ার ম্যাচ খেলতে বেঁকে বসে। যার ফলে ম্যাচ বাতিল হয়ে যায়। সেমিফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায়নি ভারত। ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সরা না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলে। কয়েকদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচেও খেলতে চায়নি ভারতীয় কিংবদন্তিরা। পাকিস্তান ম্যাচ বয়কট করেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, পীযূষ চাওলারা। একই পরিণতি সেমিফাইনালের। মাঠে নামেনি ভারতীয় দল। ফলে ফাইনালে চলে যায় পাকিস্তান। এশিয়া কাপে অবশ্য তেমন সম্ভাবনা নেই। এখনও পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে। সবুজ সংকেত দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: 'কারও গলগ্রহ হয়ে বাঁচার থেকে মরে যাওয়া ভাল', মোহনবাগানের ডিফেন্ডার এখন আট হাজার টাকার কেয়ারটেকার...
