আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে ম্যাঞ্চেস্টার টেস্ট। সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। চতুর্থ টেস্ট জিতলেই সিরিজ জিতে যাবেন বেন স্টোকসরা। আর সিরিজে টিকে থাকতে হলে ভারতকে জিততেই হবে। তবে এই টেস্টে কিন্তু বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে।
আকুওয়েদারের রিপোর্ট বলছে, ম্যাচের সময় বৃষ্টি হওয়ার ভাল সম্ভাবনা রয়েছে। তাই এমন পরিস্থিতিতে ভারতীয় দল বাড়তি পেসার খেলাবে কিনা সেই বিষয়ে জোর আলোচনা চলছে। সাধারণত ম্যাঞ্চেস্টারের উইকেটে যথেষ্ট পেস থাকে। ফলস্বরূপ জোরে বোলাররা সেখানে বাড়তি সুবিধা পান। মনে করা হচ্ছে, সেই কারণে হেড কোচ গৌতম গম্ভীর সম্ভবত একজন স্পিনার খেলিয়ে, চার পেসার নিয়ে দল নামাতে পারেন। ফলে একমাত্র স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজার প্রথম একাদশে থাকার সম্ভাবনাই সব থেকে বেশি। আর স্পিনারের জায়গায় শার্দুল ঠাকুর সম্ভবত দলে আসতে পারেন।
ম্যাঞ্চেস্টারের উইকেটে সাধারণত প্রথম তিন দিন ব্যাটাররা সুবিধা পান। তবে আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে, ম্যাচের পাঁচ দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে ম্যাঞ্চেস্টারে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ১৯ ও সর্বনিম্ন ১৩। তাই ক্রিকেটারদের কাছে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াও একটা চ্যালেঞ্জ হতে চলেছে।
সাধারণত ম্যাঞ্চেস্টারের উইকেটে প্রথম ইনিংসে গড় রান ওঠে ৩৪০–৩৫০। এই মাঠে এখনও অবধি হয়েছে ৮৬ টেস্ট। প্রথমে ব্যাট করা দল জিতেছে ৩২ টেস্ট। আর প্রথমে ব্যাট করে হারের সংখ্যা ১৭।
ওল্ড ট্র্যাফোর্ডের উইকেটে প্রথম দিকে পেসাররা সাহায্য পান। দিন যত এগোবে, সাহায্য পাবেন স্পিনাররা।
ম্যাঞ্চেস্টারে একবারও টেস্ট জেতেনি ভারত। সেই ১৯৩৬ থেকে ২০১৪ অবধি এই মাঠে ভারত খেলেছে ৯ টেস্ট। ভারত হেরেছে চার ম্যাচ। ড্র পাঁচ ম্যাচে।
শেষবার ২০১৪ সালে এই মাঠে ভারত খেলেছিল। এবং হেরেছিল। সেই দলের এক ক্রিকেটারই বর্তমান দলে আছেন। তিনি রবীন্দ্র জাদেজা।
এদিকে ম্যাঞ্চেস্টার টেস্টের আগে চোট সমস্যায় টিম ইন্ডিয়া। আকাশদীপের কুঁচকিতে চোট রয়েছে। বুড়ো আঙুলে চোটের জন্য অর্শদীপ সিং ছিটকে গিয়েছেন। নীতীশ রেড্ডিও নেই। তবে অর্শদীপ একটা ম্যাচে নেই। আর রেড্ডি গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন। ফলে সিরাজ এবং বুমরার পাশে তৃতীয় জোরে বোলার হিসাবে খেলার সম্ভাবনা কম্বোজের। কারণ প্রসিধ কৃষ্ণা এমনিতেই দু’টি টেস্টে ছাপ ফেলতে পারেননি। তাঁর বোলিং ইংল্যান্ডের চেনা। সেখানে কম্বোজ আনকোরা। ইংল্যান্ডে কিছু দিন আগে ‘এ’ দলের হয়েও খেলেছেন। ফলে পরিবেশও জানেন। তাই ইংরেজদের চমকে দিতে তাঁকেই নামিয়ে দেওয়া হতে পারে।
প্রসঙ্গত, ম্যাঞ্চেস্টার টেস্টে প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা টিম ইন্ডিয়ার। করুণ নায়ারের সঙ্গেই কি দলে আসবেন সুদর্শন? শার্দূলকে রেখে কি এক স্পিনার খেলানো হবে? না কি সুযোগ পাবেন কুলদীপ যাদব? কম্বোজ এবং প্রসিধের মধ্যে কে খেলবেন? এতগুলো প্রশ্নের উত্তর খুঁজে চলেছে টিম ম্যানেজমেন্ট। টস এখানে হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ। টস জেতা দল শুরুতে ব্যাট করতে চাইবে। ম্যাঞ্চেস্টারের পরিসংখ্যান বলছে প্রথমে ব্যাট করা দলই বেশিরভাগ টেস্ট জিতেছে।
