আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার সিটির হলটা কী! ১২ ম্যাচে নবম হার পেপ গুয়ার্দিওলার দলের। অথচ এই ম্যান সিটিই তো রূপকথা লিখেছিল। সেই তারাই এখন হারতে হারতে জেরবার। শনিবার ফের ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার সিটি। ফের হারতে হল তাদের। এবার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হারল ম্যান সিটি। এদিনের হারের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে নবম হার।
প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে ষষ্ঠ হার ম্যাঞ্চেস্টার সিটির। অথচ এই ম্যান সিটি গত দুই মরশুমে ৭টির বেশি ম্যাচ হারেনি। কিন্তু এখন তারাই মাঠে নামলেই হারছে।
এই হারের ফলে এবার লিগ জেতা কঠিন হয়ে গেল সিটির। অথচ টানা চার মরশুম লিগ জিতেছিল সিটি। এদিনের হারের ফলে তালিকার ছয়ে নেমে গিয়েছে সিটি। ম্যান সিটির পয়েন্ট এখন ২৭।
এদিন খেলার ১৬ মিনিটে ভিলাকে এগিয়ে দেন ডুরান। দ্বিতীয়ার্ধে মর্গ্যান রজার্স ২-০ করেন। খেলার একেবারে শেষ লগ্নে ফিল ফোডেন ব্যবধান কমান। ততক্ষণে অবশ্য ম্যাচ চলে গিয়েছে ভিলার সাজঘরে।
