আজকাল ওয়েবডেস্ক: মাঠে সময়টা ভাল যাচ্ছে না। কিন্তু আয়ের দিক থেকে রেকর্ড ছুঁয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।
আগের আর্থিক বছরে প্রিমিয়ার লিগে রেকর্ড আয় করেছে পেপ গুয়ার্দিওলার দল। ৭১ কোটি ৫০ লাখ পাউন্ড আয় ম্যান সিটির।
আগের রেকর্ডটিও ম্যাঞ্চেস্টার সিটিরই। ২০২৩ সালের জুনে শেষ হওয়া আর্থিক বছরে ক্লাবটির আয় ছিল ৭১ কোটি ২৮ লাখ পাউন্ড।
ম্যাঞ্চেস্টার সিটি ২০২২-২৩ মরশুমে ট্রেবল জিতেছিল। সেই বছরের তুলনায় এবার ২২ লাখ পাউন্ড বেশি আয় করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
বেতন বাবদ ১ কোটি ৩০ হাজার পাউন্ড এবার কম খরচ হয়েছে। ব্যয় হ্রাসের পাশাপাশি বাণিজ্যিক খাত থেকে আয়ও বেড়েছে ৩৩ লাখ পাউন্ড।
ম্যানচেস্টার সিটির তরফ থেকে জানানো হয়েছে, ৩০ জুন শেষ হওয়া ২০২৩-২৪ আর্থিক বছরে ফুটবলারদের দল বদল থেকে ৯.২৮ কোটি পাউন্ড আয় হয়েছে ক্লাবের। যার মধ্যে আছে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ,ডিফেন্ডার জোয়াও কানসেলো ও স্ট্রাইকার লিয়াম দেলাপকে বিক্রি করা আয়।
গত কয়েক বছরে আকাশছোঁয়া সাফল্য পেলেও এবার সময়টা ভাল যাচ্ছে না সিটির। গত ১০টি ম্যাচে ম্যান সিটি জিতেছে মাত্র একটিতে। হার সাতটিতে। ড্র করেছে দুটিতে। প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে সিটি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
