আজকাল ওয়েবডেস্ক: রবিচন্দ্রন অশ্বিনের অবসর নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। এবার স্বামীর উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিলেন তাঁর স্ত্রী প্রীতি নারায়ণন। ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। পরের দিনই ফিরে আসেন চেন্নাইয়ে। গত দু'দিন ধরে তারকা স্পিনারের অবসরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় পোস্টের ছয়লাপ। অবসরের ৪৮ ঘণ্টা কাটার পর, বিদায়ী ক্রিকেটারের উদ্দেশে আবেগঘন বার্তা দেন অশ্বিনের স্ত্রী। প্রীতি লেখেন, 'গত দু'দিন আমার কাছে ঝাপসা ছিল। আমি ভাবছিলাম কী বলব। আমার সর্বকালের সেরা ক্রিকেটারকে ট্রিবিউট জানাব? নাকি পার্টনার হিসেবে মনের কথা লিখব? বা একজন মহিলা ফ্যানের থেকে প্রেমপত্র? আমার মনে হয়, এই বার্তায় এই তিনটেই মিশে আছে। অশ্বিনের সাংবাদিক সম্মেলন দেখার সময়, ছোট-বড় মুহূর্ত আমার চোখের সামনে ভেসে ওঠে। ১৩-১৪ বছর ধরে এতো স্মৃতি। বড় জয়, ম্যাচের সেরার পুরস্কার। কঠিন ম্যাচের পর ঘরের নিস্তব্ধতা। ম্যাচের পর লম্বা স্নানের আওয়াজ। পেপার-পেন্সিলের শব্দ, ভিডিও ফুটেজ, কিছু গান..'

এমন কিছু ম্যাচের কথা অশ্বিনের স্ত্রী উল্লেখ করেন, যার পরে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল তারকা স্পিনার। এই তালিকায় রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল, এমসিজি জয়, সিডনি টেস্ট ড্র, টি-২০ তে প্রত্যাবর্তনের পর গাব্বায় জয়। ক্রিকেটার স্বামীর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত ফ্ল্যাশব্যাকের মতো প্রীতির চোখের সামনে ভেসে উঠছে। শেষমেষ অশ্বিনকে প্রেমপত্রই লিখে ফেলেন তাঁর স্ত্রী। প্রীতি লেখেন, 'প্রিয় অশ্বিন, কিট ব্যাগ কিভাবে গোছাতে হয় জানতাম না। সেখান থেকে তোমার সঙ্গে বিশ্বের সব স্টেডিয়ামে যাওয়া, তোমার হয়ে গলা ফাটানো, তোমাকে দেখা এবং তোমার থেকে শেখা, সবটাই উপভোগ্য ছিল। তুমি আমাকে একটা বিশেষ জগতের সঙ্গে পরিচয় করিয়েছো। যে খেলাটাকে আমি ভালবাসি, সেটা খুব কাছ থেকে দেখার এবং উপভোগ করার সুযোগ পেয়েছি। জেনেছি এই জায়গা ধরে রাখতে কতটা প্যাশন, পরিশ্রম এবং শৃঙ্খলা দরকার। আমরা এই নিয়ে অনেকবার আলোচনা করেছি। কেন রবিচন্দ্রন অশ্বিন হয়েও সবসময় নিজেকে এগুলোর মধ্যে বেঁধে রাখতে হত। পুরস্কার, স্বীকৃতি তোমার দক্ষতা আরও বাড়াতে সাহায্য করেছে। তোমার আন্তর্জাতিক কেরিয়ারের বিদায়বেলায় শুধু বলতে চাই, সবকিছু ঠিক আছে। সবকিছু ভাল হবে। এবার সবকিছু কাঁধ থেকে ঝেড়ে ফেলার সময় হয়ে গিয়েছে। এবার নিজের মতো বাঁচো। বাড়তি ক্যালরি নিয়ে ভেবো না। পরিবারকে সময় দাও। সারাদিন ধরে মিম শেয়ার করো। যা যা এতদিন করতে পারোনি, সবকিছু করো।' অশ্বিনের স্ত্রীর এই প্রেমপত্র নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। মন ছুঁয়েছে ভক্তদের।