নভেম্বরের প্রথম সপ্তাহেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনে গোটা বাংলায় কয়েক ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা। অনুভূত হবে হালকা শীতের আমেজ।
2
7
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী তিন দিনে উত্তরবঙ্গের সব জেলায় তাপমাত্রা দু'-তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। তারপর কয়েকদিনে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।
3
7
অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না আগামী পাঁচদিনে। তবে ভোরে ও সন্ধ্যায় হালকা শিরশিরানি অনুভূত হতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশাও থাকবে কয়েকটি জেলায়।
4
7
অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর জেরে আবারও উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
5
7
হাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার থেকে ৫ নভেম্বর বুধবার পর্যন্ত পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ৫৫ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
6
7
আজ সোমবার দার্জিলিংয়ে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। আগামী সাতদিন উত্তরবঙ্গের কোনও জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে।
7
7
অন্যদিকে আগামী শুক্রবার শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা জারি নেই। আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।