আজকাল ওয়েবডেস্ক: আরও একটি পালক যুক্ত হল লিওনেল মেসির মুকুটে। শুক্রবার মেজর লিগ সকারের সবচেয়ে মূল্যবান প্লেয়ার ঘোষণা করা হয় আর্জেন্টাইন কিংবদন্তিকে‌। ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই মেসিকে নির্বাচিত করা হল। মায়ামিকে রেকর্ড পয়েন্টে পৌঁছে দেন তিনি। ৭৪ পয়েন্ট সংগ্রহ করে দল। মেসি দলে থাকাকালীন মাত্র একটি ম্যাচ হারে মায়ামি। ১২টি ম্যাচ জেতে, ৬টি ড্র করে। মেসির হাত ধরে প্রথমবার সাপোর্টার শিল্ড জেতে ইন্টার মিয়ামি। ক্লাবের সাফল্যের কারিগর আর্জেন্টিনার অধিনায়ক। ২০টি গোল করেন এবং ১৬টি গোল করতে সাহায্য করেন। চলতি বছর চোটের জন্য সব ম্যাচে পাওয়া যায়নি তাঁকে। মাত্র ১৯টি ম্যাচ খেলেন। কিন্তু তাসত্ত্বেও মেজর লিগ সকারের সবচেয়ে মূল্যবান প্লেয়ার বাছা হয় তাঁকে। 

এই পুরস্কার জয়ী দশম দক্ষিণ আমেরিকান মেসি। আর্জেন্টিনা থেকে পঞ্চম। তাঁর আগে এই সম্মান দেওয়া হয় লুসিয়ানা আকোস্তা, দিয়েগো ভ্যালেরি, গুইলার্মো ব্যারস শেলোটো এবং ক্রিস্টিয়ান গোমেজকে। এমএলএস কাপের প্লে অফের প্রথম রাউন্ডে ইন্টার মায়ামি অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ায় মেসি এবং ক্লাবের মরশুম শেষ হয়ে যায়। তবে আগামী বছরও ইন্টার মায়ামির জার্সিতেই দেখা যাবে লিওকে। উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। প্লেয়ার, ক্লাবের টেকনিক্যাল স্টাফ এবং মিডিয়া মিলে সবচেয়ে মূল্যবান প্লেয়ার বেছে নেয়। ২০২৩ জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। প্রথম বছরই এই স্মৃতিতে পেলেন। মোট ৩৮.৪৩ শতাংশ ভোট পান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।