আজকাল ওয়েবডেস্ক: মাত্র তিন দিনের ব্যবধানে ফের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। জাতীয় দল থেকে ক্লাব ফুটবল, হ্যাটট্রিক করেই চলেছেন আর্জেন্টাইন মহাতারকা।
জাতীয় দলের নীল-সাদা জার্সিতে বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। তাঁর প্রবলতম প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছুঁয়েছিলেন।
এবার ইন্টার মায়ামির জার্সিতে আর্জেন্টাইন তারকা হ্যাটট্রিক করলেন। ইন্টার মায়ামি ৬-২ গোলে বিধ্বস্ত করল নিউ ইংল্যান্ডকে। এই জয়ের ফলে মেজর লিগ সকারে সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করার রেকর্ড ভেঙেছে মেসির ক্লাব। মেসির হ্যাটট্রিকের পাশাপাশি জোড় গোল সুয়ারেজের।
ইন্টার মায়ামির পয়েন্ট এখন ৭৪। এর আগে ২০২১ সালে নিউ ইংল্যান্ড সংগ্রহ করেছিল ৭৩ পয়েন্ট। এদিন মেসিকে প্রথম একাদশে রাখেননি কোচ জেরার্দো মার্টিনো। ৫৮ মিনিটে পরিবর্ত হিসেবে নামেন এলএম ১০। ৭৮, ৮১ ও ৮৯ মিনিটে মেসি গোল করে হ্যাটট্রিক করেন।
অথচ ম্যাচের শুরুটা কিন্তু একেবারেই অন্যরকম ছিল। সেই ম্যাচ যে এত বড় ব্যবধানে জিতবে মায়ামি, তা কি কল্পনা করতে পেরেছিলেন ইন্টার মায়ামির ভক্তরা? ২ মিনিটেই গোল হজম করে ইন্টার মায়ামি। ৩৪ মিনিটে নিউ ইংল্যান্ড ২-০ করে ফেলে। এর পরে ম্যাচে ফেরে ইন্টার মায়ামি। ৪০ এবং ৪৩ মিনিটে গোল করে সমতা ফেরান সুয়ারেজ। বিরতির সময় খেলার ফল ছিল ২-২।
মেসি নামার প্রায় সঙ্গে সঙ্গেই বেঞ্জামিন ক্রিমাশ্চি গোল করে ৩-২ করেন। এর পরেই মেসি ম্যাজিক।
