আজকাল ওয়েবডেস্ক: লিওনেল মেসি গোল করলেন। কিন্তু হেরে গেল তাঁর দল ইন্টার মায়ামি। আটলান্টা ইউনাইটেডের কাছে ৩-২ গোলে ইন্টার মায়ামি হেরে যাওয়ার ফলে মেজর লিগ সকারের প্লে অফ পর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায় হয়ে গেল মেসির দলের।
আগের দু'টি ম্যাচে গোল পাননি মেসি। আটলান্টার বিরুদ্ধে গোলে ফিরলেন। কিন্তু হারের লজ্জা মাথায় নিয়ে মাঠ ছাড়তে হল তাঁকে। আটলান্টা পৌঁছে গেল ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে। মেসিরা বিদায় নিলেন।
অথচ প্লে-অফের প্রথম পর্বে এই আটলান্টাকে ১-২ গোলে হারানোয় সেমিফাইনালের ছাড়পত্র জোগাড় করার দৌড়ে এগিয়েছিল মায়ামি। ২ নভেম্বর জিতলেই এক ম্যাচ বাকি রেখেই ইস্টার্ন কনফারেন্স থেকে শেষ চারে পৌঁছে যেত মায়ামি। কিন্তু সে দিন মায়ামি ম্যাচ হারে ২-১। এদিনও হারল।
তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নিল আটলান্টা। এদিন ম্যাচের ১৭ মিনিটে রোজাসের গোলে এগিয়ে যায় মায়ামি। এর ঠিক ২ মিনিট পরেই সমতা ফেরায় আটলান্টা। তাদের হয়ে গোল করেন জামাল।
এর ঠিক দু'মিনিট পরই জামাল আবার এগিয়ে দেন আটলান্টাকে। ইন্টার মায়ামি ৬৫ মিনিটে সমতা ফেরায়। গোল করেন মেসি। ম্যাচ হয়ে যায় ২-২। ৭৬ মিনিটে বারটোজ ৩-২ করেন আটলান্টার হয়ে।
আর সমতা ফেরাতে পারেনি ইন্টার মায়ামি।
