আজকাল ওয়েবডেস্ক: নাটকীয়তায় মোড়া ম্যাচ জিতে নিল আটলান্টা ইউনাইটেড। শনিবার প্লে অফে আটলান্টা ২-১ গোলে হারাল লিও মেসির ইন্টার মায়ামিকে। এই হারের ফলে ইন্টার মায়ামির মেজর লিগ সকার জয়ের আশা ধাক্কা খেল। আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে ৬৮,৪৫৫ দর্শক উপস্থিত হয়েছিলেন। অ্যাডেড টাইমে পর্তুগিজ উইঙ্গার জান্দে সিলভা আটলান্টার হয়ে জয়সূচক গোলটি করেন।
এই ফলাফলের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স প্লে অফ সিরিজ সমতায় পৌঁছয়। উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে। তৃতীয় ও নির্ণায়ক ম্যাচটি চলতি মাসের ৯ তারিখ হবে মায়ামিতে। সেই ম্যাচই স্থির করবে কোন দল পরের রাউন্ডে পৌঁছবে।
আটলান্টার গোলকিপার ব্র্যাড গুজানের ভুলের সুযোগ নিয়ে মায়ামির হেক্টর ডেভিড মার্টিনেজ ৩৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির সময় এগিয়েছিল ইন্টার মায়ামি।
দ্বিতীয়ার্ধে ঘরের মাঠের দর্শকদের উৎসাহে আটলান্টা ইউনাইটেড ম্যাচে ফেরে। অ্যাটলান্টার ডিফেন্ডার ডেরেক উইলিয়ামস ৫৭ মিনিটে গোল করে সমতা ফেরান। দু' দলই গোলের চেষ্টা করতে থাকে কিন্তু কেউই কাঙ্খিত গোল পায়নি।
৬৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ইন্টার মায়ামি। সুয়ারেজের শট থামান আটলান্টা গোলকিপার। ঠিক তার পরেই মেসির কর্নার পোস্টে লাগে। একই ঘটনা ঘটে আটলান্টার ক্ষেত্রেও। ৮৯ মিনিটে বল পোস্টে লাগে।
ম্যাচের একেবারে শেষ লগ্নে আটলান্টার হয়ে নির্ণায়ক গোলটি করেন সিলভা। এর পরে গোলের মরিয়া চেষ্টা করলেও ইন্টার মায়ামি আর গোল করতে পারেননি। প্লে অফ সিরিজের নির্ণায়ক ম্যাচটি হবে মায়ামিতে। শেষ ম্যাচে ঘরের মাঠে খেলার সুবিধা পাবেন মেসিরা।
