আজকাল ওয়েবডেস্ক: চলতি মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দুটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। ১০ তারিখ নীল-সাদা জার্সিধারীদের ম্যাচ ভেনিজুয়েলার সঙ্গে। পাঁচ দিন পরে আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া। সেই দুটি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করেছে। চোট সারিয়ে দলে ফিরেছেন লিওনেল মেসি। এদিকে নির্বাসিত হওয়ায় দলে নেই এমিলিয়ানো মার্টিনেজ। তরুণ খেলোয়াড় নিকো পাজ নতুন মুখ।
ফিফার যোগ্যতা অর্জনকারী পর্বে লিওনেল স্কালোনির দল একনম্বরে রয়েছে। আটটি ম্যাচ থেকে বিশ্বজয়ীদের সংগ্রহ ১৮ পয়েন্ট। ছ'টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা।
কোপা আমেরিকার ফাইনালে পায়ে চোট পেয়েছিলেন লিও মেসি। তার পর তিনি দেশের জার্সিতে আর নামেননি। অক্টোবরে জাতীয় দলে ফের ফিরলেন মেসি।
অন্যদিকে দুটি পৃথক ঘটনার জন্য এমিলিয়ানো মার্টিনেজের উপরে দু' ম্যাচের শাস্তির খাঁড়া নেমে এসেছে। ৬ সেপ্টেম্বর চিলিকে হারানোর পরে কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে অঙ্গভঙ্গি করেন তিনি। ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ হারের পরে ক্যামেরাম্যানকে তিনি মারধর করেন। এই দুটি পৃথক ঘটনার কারণেই ফিফার শাস্তি নেমে এসেছে মার্টিনেজের উপরে।
দেশের জার্সিতে মার্টিনেজ কাতার বিশ্বকাপে আলো ছড়িয়েছেন। পেনাল্টি বাঁচিয়েছেন আর্জেন্টিনার শেষ প্রহরী। বিশ্বকাপ ফাইনালেও মার্টিনেজ অবিশ্বাস্য কিছু সেভও করেন। কোপা আমেরিকাতেও মেসিকে স্বস্তি দিয়েছেন তিনি। সেই মার্টিনেজ এবার দু' ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষিত হওয়ায় দুটো ম্যাচে নেই।
