আজকাল ওয়েবডেস্ক: আবার ফিরল মেসি ম্যাজিক। কোপা জয়ের পর মাঠে ফিরেই হ্যাটট্রিক। তিনটে গোল করলেন এবং দুটো করালেন। প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। তাঁর দাক্ষিণ্যে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা। কোপা আমেরিকার পর চোটের জন্য দেশের জার্সিতে দেখা যায়নি মেসিকে। ক্লাব ফুটবলেও অনুপস্থিত ছিলেন। ইন্টার মায়ামির হয়ে কয়েকটা ম্যাচ খেলতে পারেননি। আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানোমাত্র আবার স্বমহিমায় ফিরলেন আধুনিক ফুটবলার মহাতারকা। ম্যাচের ১৯ মিনিটে গোলের খাতা খোলেন। লাউতারো মার্টিনেজের পাস থেকে গোল করেন মেসি। তবে নিজের দ্বিতীয় গোলের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। ম্যাচের ৮৪ মিনিটে দ্বিতীয় গোল আসে মেসির পা থেকে। দলের পঞ্চম। একেবারে নিজস্ব স্টাইলে গোল। একক দক্ষতায় বিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে, পা বদল করে তেকাঠিতে রাখেন। তার দু'মিনিটের মধ্যে হ্যাটট্রিক। ডান দিন থেকে কাট করে ভেতরে ঢুকে বলিভিয়ার কফিনে শেষ পেরেক পোঁতেন। তবে বিরতির আগেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা।
ম্যাচের ৪৩ মিনিটে লিওর পাস থেকে গোল করেন মার্টিনেজ। তৃতীয় গোল জুলিয়ান আলভারেজের। এই ক্ষেত্রেও কারিগর আর্জেন্টাইন অধিনায়ক। দ্বিতীয়ার্ধেও দাপট ছিল আর্জেন্টিনার। শুরুতেই ওটামেন্ডির গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। আর্জেন্টিনার চতুর্থ গোল করেন থিয়াগো আলমাডা। মেসির হ্যাটট্রিকে চোখের জল আটকাতে পারেনি বুয়েনস আইরসের মনুমেন্টাল স্টেডিয়ামের দর্শকরা। অন্যদিকে মেসির হ্যাটট্রিকের দিন ম্লান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের জার্সিতে গোলের খরা চলছেই। স্কটল্যান্ডের বিরুদ্ধেও গোল করতে পারলেন না। অন্য ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারাল ব্রাজিল। দোরিভাল জুনিয়র কোচ হওয়ার পর এই প্রথম কোনও ম্যাচে দাপটের সঙ্গে জিতল ব্রাজিল।
