আজকাল ওয়েবডেস্ক: দু' ম্যাচ পর  আর্জেন্টিনা দলে ফিরলেন লিওনেল মেসি।  
অধিনায়ককে নিয়ে বিশ্বকাপের যোগ্যতা পর্বে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। সেই দলে জায়গা পেয়েছেন মেসি। 

চোটের জন্য বিশ্বকাপ বাছাই পর্বে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে খেলতে পারেনি মেসি। ওই দুই ম্যাচে জয়ের ফলে বিশ্বকাপের 
মূলপর্বের টিকিট নিশ্চিত করে ফেলে বিশ্বজয়ীরা। 

আগামী ৫ জুন স্যান্টিয়াগোতে চিলি  এবং ১০ জুন মনুমেন্তালে কলম্বিয়ার বিরুদ্ধে  খেলবে আর্জেন্টিনা। 

মেসি ছাড়াও নীল-সাদা জার্সিধারীদের দলে নেওয়া হয়েছে আলেয়ান্দ্রো গার্নাচো ও ভ্যালেন্তিনো বার্কোকে। গার্নাচো রয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। ভ্যালেন্তিন খেলেন ফ্রান্সের স্ট্রাসবুর্গে।