আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাতেই ভারত সফরের অংশ হিসেবে কলকাতায় পদার্পণ করছেন লিওনেল মেসি। ইতিমধ্যেই, আর্জেন্টাইন তারকার সফরকে ঘিরে কলকাতায় উন্মাদনা তুঙ্গে।
টিকিট সংগ্রহ করতে এদিন লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে যুবভারতীর বাইরে। শহর কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে অনুষ্ঠানে অংশ নেবেন মেসি।
দিল্লিতে মেসির সঙ্গে দেখা হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মেসির সঙ্গে আসার কথা রয়েছে তাঁর দুই সতীর্থ লুই সুয়ারেজ ও রদ্রিগো ডি’পলের।
সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রয়েছে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা অনুষ্ঠান। সকাল সাড়ে দশটা থেকে সকাল ১১.১৫ এর মধ্যে মেসি উদ্বোধন করবেন তাঁর মূর্তির।
এরপরই তাঁর যুবভারতীতে আসার কথা। থাকার কথা শাহরুখ খানেরও। বেলা বারোটা নাগাদ স্টেডিয়ামে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সৌরভ গাঙ্গুলির।
এরপর দুপুর ১২টা থেকে সাড়ে বারোটার মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা ও নানা অনুষ্ঠান রয়েছে। তবে যাঁরা মাঠে যেতে পারছেন না তাঁদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা কলকাতায় মেসিকে দেখার জন্য।
কলকাতায় মেসির সফর পুরোটাই লাইভ টেলিকাস্টের ব্যবস্থা রয়েছে। জানা গিয়েছে, সোনি লিভ অ্যাপে মেসির কলকাতা সফর লাইভ টেলিকাস্ট হবে।
তবে এই লাইভ টেলিকাস্ট দেখতে হলে সোনি লিভ সাবস্ক্রিপশন নিতে হবে। তবেই দেখা যাবে যুবভারতীতে মেসি লাইভ। উল্লেখ্য, শনিবার কলকাতা সফর সেরে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন মেসি।
শনিবার সন্ধে সাতটা নাগাদ হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে উপস্থিত হবেন মেসি। সেভেন এ সাইড ফুটবল ম্যাচে খেলার কথা মেসির। থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
তারপর একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজনও করা হয়েছে স্টেডিয়ামে। সেই অনুষ্ঠানের মাধ্যমে মেসিকে সম্মান জানানো হবে। এরপর মেসি যাবেন মুম্বই।
১৪ ডিসেম্বর রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় প্যাডেল কাপে অংশ নেওয়ার কথা মেসির। বিকেল চারটে থেকে হওয়ার কথা সেলিব্রিটিদের ম্যাচ।
বিকেল পাঁচটা থেকে মেসিকে নিয়ে অনুষ্ঠান রয়েছে ওয়াংখেড়েতে। ১৫ ডিসেম্বর সোমবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি।
দুপুর দেড়টা থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে রয়েছে সংবর্ধনা সভা। মেসির সফর চলাকালীন আর্জেন্টাইন তারকার সঙ্গে ছবি তোলার এক সুবর্ণ সুযোগ এনেছে আয়োজক সংস্থা।
এর জন্য বিশেষ টিকিটের ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে রয়েছে ছবি তোলা, মেসির সঙ্গে হ্যান্ডশেক এবং খাওয়াদাওয়ার ব্যবস্থা।
তবে এই টিকিটের দাম শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই। আর্জেন্টাইন সুপারস্টারের ‘GOAT Tour’ উপলক্ষে আয়োজকরা ঘোষণা করেছেন অবিশ্বাস্য ১০ লক্ষ টাকার মিট অ্যান্ড গ্রিট প্যাকেজ।
১০ লক্ষ টাকার এই মিট অ্যান্ড গ্রিট প্যাকেজে রয়েছে, মেসির সঙ্গে করমর্দন, ছ’জনের সঙ্গে একটি গ্রুপ ছবি, আনলিমিটেড বুফে ও নন-অ্যালকোহলিক পানীয়সহ প্রিমিয়াম লাউঞ্জে বসে গোটা ইভেন্ট দেখা এবং দিল্লি ইভেন্টের জন্য হসপিটালিটি ক্যাটাগরির টিকিট। আয়োজকদের ভাষায়, এটা ওয়ান্স ইন আ লাইফটাইম এক্সপিরিয়েন্স।
