আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষার অবসান। ১৪ বছর পর আবার কলকাতায় পা রাখতে চলেছেন লিও মেসি। মেসিয়ানায় ডুবে যেতে তৈরি তিলোত্তমা। ফুটবলের ম্যাজিশিয়ান শহরে পা রাখার আগে থেকেই তাঁর বাড়ি দেখার হিড়িক পড়ল। না, সেটার জন্য সাত সমুদ্র তেরো নদী পার করে সুদূর অর্জেন্টাইনা যেতে হবে না। মেসির বাড়ি দেখার সুযোগ মিলবে খোদ কলকাতায়। শহরের কোন প্রান্তে গেলে প্রিয় তারকার বাড়ি দেখা যাবে? যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে কিছু কিলোমিটার দূরে। যুবভারতী থেকে মেরেকেটে ১০০ কিলোমিটার হবে। আর্জেন্টিনার ফ্যান ক্লাবের পক্ষ থেকে তৈরি করা হয়েছে 'হোলা মেসি ফ্যান জোন।' ঠিক যেন তাঁর ফ্লোরিডার বাড়ির আদলে।
বাড়ির রং নীল সাদা। আর্জেন্টিনার জার্সির রঙের সঙ্গে সামঞ্জস্য রেখেই বাড়ির রং করা হয়েছে। এখানেই শেষ নয়। বাড়িতে একটি বারান্দাও আছে। যেখানে সপরিবারে বসে আছেন মেসি। এই উদ্যোগ নেয় উত্তম সাহা। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন ছেলে প্রজ্ঞান সাহাও। সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেসির বাড়ি। থাকছে বিভিন্ন মজাদার খেলা এবং কুইজ। মেসির বাড়ি দেখার জন্য এন্ট্রি ফিও খুবই কম। মাত্র ১০ টাকা খরচ করলেই মেসির বাড়ি চাক্ষুষ করা যাবে। মেসিকে নিয়ে কলকাতায় মাতামাতির কোনও সীমা নেই। শহরে রয়েছে মেসির নামে ক্যাফে। কয়েকদিন আগেও লিও মেসির জন্মদিন পালিত হয় কলকাতায়।
নিজের ৩৬তম জন্মদিন পরিবারের সঙ্গে কাটান লিওনেল মেসি। কিন্তু সাত সমুদ্র তেরো নদী পার করেও চলে সেই সেলিব্রেশনের জের। মেসির জন্মদিন পালন করা হয় কলকাতায়। সৌজন্যে আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব। বাঘাযতীনের রবীন্দ্রপল্লী ক্লাবে পালিত হয় বিশ্বকাপজয়ী অধিনায়কের জন্মদিন। চার বাই পৌনে তিন ফুটের একটা বিশাল আয়তনের কেক কাটা হয় ক্লাবের সদস্যদের উপস্থিতিতে। মাঠের আদলে তৈরি কেক। চারদিকে সাদা নীল বর্ডার।
