আজকাল ওয়েবডেস্ক: বাগযুদ্ধে জড়িয়ে পড়েছেন দুই তারকা। এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি। দুই তারকা যখন এল ক্লাসিকোয় খেলতেন, তখনও পারস্পরিক বাগবিতণ্ডায় তাঁরা জড়িয়ে পড়েননি। কিন্তু এবার সেই নজিরবিহীন ঘটনা ঘটল।
সম্প্রতি পিয়ার্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, ইতিহাসের অন্যতম সেরা প্রমাণ করতে বিশ্বকাপের প্রয়োজনই নেই তাঁর। রোনাল্ডোর এহেন মন্তব্যের কিছু ঘণ্টার মধ্যেই ভেসে এল মেসির জবাব, বিশ্বকাপ জয়ই শেষ কথা।
রোনাল্ডো তাঁর সাক্ষাৎকারে বলেছিলেন, '' আমাকে যদি প্রশ্ন করেন, বিশ্বকাপ জেতা কি স্বপ্ন? আমার জবাব, না। আমি ইতিহাসের সেরা, এর প্রমাণ কি একটা টুর্নামেন্টের ছ'-সাতটা ম্যাচ দিয়ে করা ঠিক?''
রোনাল্ডোর জবাব ফ্লোরিডায় আমেরিকা বিজনেস ফোরামে দিয়েছেন মেসি। তিনি বলেন, ''সত্যিটা হল, বিশ্বকাপ জয়ের অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। আমাদের বিশ্বকাপ জয় কীভাব উদযাপন করা হয়েছে দেশে, তা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন।''
মেসি আরও বলেন, ''আমার কাছে বিশ্বকাপ জয় বিশেষ এক মুহূর্ত। কারণ ফুটবলার হিসেবে এটাই কেরিয়ারের চূড়ান্ত সাফল্যের নির্ধারক। যে কোনও চাকরি বা পেশায় সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার মতোই ব্যাপার বিশ্বকাপ জয়। এর বাইরে আর কি চাোয়ার থাকতে পারে। বিশ্বকাপের আগে বাকি সাফল্যগুলোও পেয়েছি, তাই আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। আমার কেরিয়ারে এই বিশ্বজয়ই বাকি ছিল।'' কাতারে বিশ্বকাপ জয় মেসির কাছে সন্তানের জন্মের অনুভূতির মতো।
