আজকাল ওয়েবডেস্ক: একাধিকবার সুযোগ পেলেও গোল করতে পারেননি লিও মেসি। তাই দলও জেতেনি। মেজর লিগ সকারে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করল ইন্টার মায়ামি।
মেসি মানেই ম্যাজিক। মেসি মানেই অনবদ্য পাস এবং দুরন্ত গোল। সেই মেসিই এদিন ব্যর্থ হলেন। তাঁর পা বোবা থেকে যাওয়ায় গোলও পায়নি ইন্টার মায়ামি।
ফ্রি কিক থেকে মেসির শট দু'বার বার কাঁপালেও গোল হয়নি। প্রথমবার খেলার তৃতীয় মিনিটে মেসির শট কোনওরকমে বের করে দেন শিকাগোর গোলকিপার ক্রিস ব্রাডি।
এরপরেও বহুবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল ইন্টার মায়ামি। কিন্তু ঠোঁট ও পেয়ালার মধ্যে যে দূরত্ব থাকে, সেই দূরত্ব রয়ে গেল এক্ষেত্রেও।
৬৩ মিনিটে ফের মেসির ফ্রি কিক জাল কাঁপাতে ব্যর্থ হয়। পরে ৮৫ মিনিটে ফের একই চিত্রনাট্য। বলা ভাল মেসির প্রতিপক্ষ হয়ে উঠেছিল বার। শেষমেশ ইন্টার মায়ামিও জিততে পারেনি। শিকাগোও হারেনি।
এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে মেসির মায়ামি।
