আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে লিও মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শ্রেষ্ঠত্বের লড়াই ইত্যাবধি দেখা যায়নি। তবে সব ঠিকঠাক থাকলে ২০২৬ বিশ্বকাপে দুই মহাতারকার লড়াই দেখা যেতেই পারে। 

দুই মহাতারকাই কেরিয়ারের সায়াহ্নে এসে পৌঁছেছেন। এটাই হয়তো তাঁদের শেষ বিশ্বকাপ। 

চলে যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাবেন কি তাঁরা? শুক্রবার রাতে বিশ্বকাপের গ্রুপ বিন্যাস হয়ে গেল। প্রতিটি দলই জেনে গিয়েছে তাদের প্রতিপক্ষদের। 
 

?ref_src=twsrc%5Etfw">December 5, 2025

মেসি বনাম রোনাল্ডোর স্বপ্নের ফাইনাল হওয়ার কোনও সম্ভাবনাই নেই। 
কারণ, আর্জেন্টিনা ও পর্তুগাল একই অর্ধে রয়েছে। ফাইনালে দুই দলের দেখা হওয়ার কোনও সম্ভাবনাই আর নেই। ফাইনালের আগেই দেখা হতে পারে বিশ্বফুটবলের দুই মহাতারকার।  

কোয়ার্টার ফাইনালে মেসি-রোনাল্ডোর লড়াই দেখার ভাল সম্ভাবনা রয়েছে। যদি সেরকমই হয় তাহলে ফিফা বিশ্বকাপ জমে যাবে বলে দেওয়াই যায়। সেই কোয়ার্টার ফাইঈনালই কার্যত হয়ে যাবে বিশ্বকাপ ফাইনাল। ড্র যেরকম হয়েছে, তাতে আর্জেন্টিনা ও পর্তুগাল যদি গ্রুপ সেরা হয় এবং প্রি কোয়ার্টার ফাইনাল থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারে, তাহলেই দেখা যাবে মেসি ও রোনাল্ডোর লড়াই।  সম্ভাব্য সেই লড়াইয়ের দিনক্ষণ ও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ১১ জুলাই কানসাস সিটিতে হতে পারে আর্জেন্টিনা ও পর্তুগালের দ্বৈরথ। 

মেসি বিশ্বকাপ পেয়ে গিয়েছেন। রোনাল্ডো এখনও পাননি। ২০২৬ বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামছে। 'বুড়ো ঘোড়া' রোনাল্ডোর সামনে শেষ সুযোগ বিশ্বজয় করার। পারবেন কি রোনাল্ডো? পর পর দু'বার বিশ্বকাপ কি যাবে বয়েনোস আইরেসে? 

২০২৬ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল। গ্রুপবিন্যাসও হয়ে গেল।  
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া,  প্লে-অফ 'ডি' জয়ী দল

গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, প্লে-অফ 'এ' জয়ী দল

গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া,  প্লে-অফ 'সি' জয়ী দল

গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, প্লে-অফ 'বি' জয়ী দল

গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, প্লে-অফ ২ জয়ী দল

গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, প্লে-অফ ১ জয়ী দল

গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা