আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু হচ্ছে অ্যাশেজ। একসময়ে এই অ্যাশেজে বল হাতে আগুন ঝরাতে দেখা গিয়েছে তাঁকে। সেই তিনি এখন ধারাভাষ্যকার। তিনি গ্লেন ম্যাকগ্রা।
অ্যাশেজের বল গড়ানোর দিনদুয়েক আগে খবর, হাইভোল্টেজ সিরিজে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে না প্রাক্তন অজি তারকাকে। এবিসি-র কমেন্ট্রি প্যানেলে থাকবেন না ম্যাকগ্রা।
বেটিং কোম্পানি বেট৩৬৫-এর সঙ্গে তাঁর বাণিজ্যিক চুক্তি রয়েছে। এবিসি সেটা জানার পরে ম্যাকগ্রাকে ধারাভাষ্যের প্যানেল থেকে বাদ দিয়েছে। সরকারিভাবে বিজ্ঞপ্তি দিয়ে এবিসি জানিয়ে দিয়েছে তা।
সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''আমরা পারস্পরিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এই গ্রীষ্মে গ্লেন আমাদের কভারেজের অংশ হবেন না। আশা করি তাঁকে মাঠে আমরা পাব এবং আবার তাঁর সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত থাকব। জিম ম্যাক্সওয়েল এবং করবিন মিডলমাসের নেতৃত্বে আমাদের ধারাভাষ্যকার দল পারথে উদ্বোধনী টেস্টের জন্য প্রস্তুত।''
বেট ৩৬৫-এর জন্য রিকি পন্টিংয়ের সঙ্গে ম্যাকগ্রা একটি বাণিজ্যিক প্রচারে অংশ নেবেন। এই পদক্ষেপ সম্প্রচারকারী সংস্থার কঠোর নির্দেশিকাগুলির বিরুদ্ধে। এবিসি-র শর্ত অনুযায়ী, অন্য কোনও সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ধারাভাষ্যকারের সম্পর্ক থাকা যাবে না। আর ম্যাকগ্রা তো বেটিং কোম্পানির সঙ্গেই চুক্তিবদ্ধ। এবিসি-র কড়া নির্দেশিকার জন্যই ম্যাকগ্রা বাদ পড়েছেন অ্যাশেজের ধারাভাষ্য থেকে।
এদিকে অ্যাশেজের প্রথম টেস্টে প্যাট কামিন্সকে বাইরে রেখেই মাঠে নামবে অস্ট্রেলিয়া।
চোটের জন্য ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অধিনায়কত্ব করেছিলেন মিচেল মার্শ। টি–টোয়েন্টি সিরিজেও তিনি নেই। অ্যাশেজের জন্যই ঝুঁকি নিতে চাননি। সেই কামিন্স জানিয়েছেন, প্রথম টেস্ট না হলেও অ্যাশেজের দ্বিতীয় টেস্টে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে।
কামিন্স না থাকায় প্রথম টেস্টে অধিনায়কের দায়িত্বে থাকবেন স্টিভ স্মিথ। প্রায় তিন মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার সময় কোমরে চোট পেয়েছিলেন কামিন্স। তারপর থেকেই রয়েছেন মাঠের বাইরে। এখন অবশ্য অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। কামিন্স জানিয়েছেন, তিনি এখন আগের থেকে অনেক ভাল। রান আপে বল করা শুরু করে দিয়েছেন। পারথ টেস্ট চলাকালীন তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। ৪ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দিন–রাতের টেস্টটি হবে ব্রিসবেনে।
