আজকাল ওয়েবডেস্ক: বলিউড আর ক্রিকেট চিরকাল হাত ধরাধরি করে হেঁটেছে। ক্রিকেটারদের সঙ্গে বলিউড নায়িকাদের সম্পর্ক নিয়ে অতীত এবং বর্তমানে কম কালি খরচ হয়নি সংবাদমাধ্যমে।
উর্বশী রাওতেলা ও ঋষভ পন্থের সম্পর্ক নিয়ে একসময়ে জোর আলোচনা হয়েছিল। মিডিয়ার সেই জল্পনায় জল ঢেলে রাওতেলা একবার বলেছিলেন ভারতের তরুণ তারকার সঙ্গে তাঁর সম্পর্ক সেই কবেই চুকেবুকে গিয়েছে।
কিন্তু রবিবার আইপিএলের নিলামে ঋষভ পন্থের দাম আকাশ ছুঁতেই সোশ্যাল মিডিয়ায় উর্বশী লিখে বসলেন, ''জো লাফজ কাহু ওহ হো জায়ে।'' তর্জমা করলে এর অর্থ দাঁড়ায়, আমার মুখের কথা ফলে যায়। নিলামে পন্থের দাম ওঠা নিয়ে আগে কোনও মন্তব্য উর্বশী করেছিলেন কিনা জানা নেই, তবে অনেকেই মনে করছেন উদ্দিষ্ট ব্যক্তি ভারতের তারকা উইকেট কিপার। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রশ্নও তোলেন।
আইপিএলের ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ। ২৭ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস তাঁকে কিনে নিল। আর তার ফলেই সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গেলেন পন্থ। ভারতের তরুণ তারকার জন্য যে একপ্রকার প্রস্তুত হয়েছিল লখনউ সুপার জায়ান্টস তা বোঝাই যায় বিডিংয়ের সময়। পরে লখনউ সুপার জায়ান্টসের করণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ''আমরা ২৬ কোটি ধরে রেখেছিলাম পন্থের জন্য। সেই নিরিখে বিচার করলে ২৭ একটু বেশিই বটে। তবে পন্থ দুর্দান্ত একজন প্লেয়ার। ওকে পেয়ে আমরা খুব খুশি। ম্যাচ উইনার পন্থ। আমার মনে হয় লখনউয়ের ভক্তরা পন্থকে পেয়ে খুব খুশি।''
পন্থ লখনউয়ে আসায়, আগামী আইপিএলে হয়তো ক্যাপ্টেনের আর্মব্যান্ড উঠতে চলেছে পন্থেরই হাতে। শ্রেয়স আইয়ার বিক্রি হয়েছিলেন ২৬ কোটি ৭৫ লাখ টাকায়। আইপিএলের ইতিহাসে সেটাই ছিল সর্বোচ্চ। কিন্তু আধ ঘণ্টার মধ্যে সেই রেকর্ড ভেঙে দেন পন্থ। তার পরেই উর্বশীর এই পোস্ট।
