আজকাল ওয়েবডেস্ক: রিয়ালের জার্সিতে গোল পাচ্ছেন না বলে একসময়ে গেল গেল রব উঠেছিল।
সেই কিলিয়ান এমবাপে এবার শুধু গোলই করলেন না, হ্যাটট্রিক করে ফেললেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে এটাই তাঁর প্রথম হ্যাটট্রিক।
আগের ম্যাচে লাস পালমাসের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন। গোল পেয়েছিলেন কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগেও। কিন্তু হ্যাটট্রিক যে ছিল না ফরাসি তারকার!
রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম হ্যাটট্রিকটি করে ফেললেন এমবাপে। আর তাঁর হ্যাটট্রিকের সুবাদে রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারাল রিয়াল মা্রিদ।
এই ম্যাচ জিতে অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ম্যাচের ৩০ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে ১-০ করেন এমবাপে। ফরাসি তারকার দ্বিতীয় গোল ম্যাচের ৫৭ মিনিটে। রদ্রিগোর পাস থেকে ব্যবধান বাড়ান এমবাপে।
ফরাসি তারকা হ্যাটট্রিক করেন সংযুক্ত সময়ে। পেনাল্টি থেকে গোলটি করেন এমবাপে। রিয়ালের জার্সিতে লা লিগায় ১৯ নম্বর ম্যাচে প্রথম হ্যাটট্রিকটি করেন এমবাপে।
