আজকাল ওয়েবডেস্ক: আচমকাই বিতর্কে ভারতীয় ক্রিকেট। কেন্দ্র এবং বোর্ডের নীতির বিরুদ্ধে গিয়ে পাকিস্তানে খেলতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন কুলদীপ যাদব। ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হওয়ার কথা। কিন্তু ভারতীয় দল আদৌ সেখানে খেলতে যাবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানায়নি কেন্দ্রীয়মন্ত্রক। সরকারের সবুজ সংকেত এখনও পাওয়া যায়নি। তার ওপরই সবকিছু নির্ভর করছে। যার ফলে কোনও সিদ্ধান্ত নিতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন সময় হঠাৎই পাকিস্তানে খেলার ইচ্ছাপ্রকাশ করে বসলেন ভারতীয় স্পিনার। কুলদীপ বলেন, 'আমাদের যেখানে খেলতে বলা হবে, আমরা সেখানেই খেলব। আমি কোনওদিন পাকিস্তান যাইনি। তাই আমি খুবই উত্তেজিত। পাকিস্তানের লোকেরা খুবই ভাল। তাই সুযোগ পেলে সেখানে গিয়ে খেলতে চাই।' কেন্দ্রীয় সরকার এবং বোর্ডের পাকিস্তানে গিয়ে খেলার কঠোর মনোভাবের মধ্যেই এমন কথা বলেন কুলদীপ। 

বর্তমান ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটারেরই পাকিস্তানে গিয়ে খেলার অভিজ্ঞতা নেই। এই তালিকায় রয়েছেন বিরাট কোহলিও। এই কারণ দেখিয়েই কয়েকদিন আগে পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার বলেন, ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে, তাহলে কোহলির মতো একজন গ্রেটের কেরিয়ার অধরা থেকে যাবে। প্রসঙ্গত, ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি ভারত। ২০১২-১৩ সালে শেষবার ভারতে দ্বিপাক্ষিক সিরিজ খেলে পাকিস্তান। তবে আইসিসি টুর্নামেন্ট খেলতে এসেছে। গতবছর একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন বাবররা। কিন্তু পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে কিনা ভারতীয় দল, সেই বিষয়ে এখনও প্রশ্ন রয়েছে। যদিও এখনও আশাবাদী পিসিবি। তাঁরা ভারতের জন্য একটি নির্দিষ্ট ভেন্যু ঠিক করেছে। যাতে ভারতীয় ক্রিকেটারদের ট্রাভেল না করতে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে। থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রোহিতরা ফাইনালে উঠলে, সেটাও হবে লাহোরে। শেষপর্যন্ত ভারত যদি পাকিস্তানে খেলতে না যায়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলো কোনও নিরপেক্ষ ভেন্যুতে রাখা হবে।