আজকাল ওয়েবডেস্ক: ২০২১ সালের আইপিএল নিলাম। পাঞ্জাব কিংসের কাছ থেকে ৯.২৫ কোটি টাকা দিয়ে একটি প্লেয়ার কিনেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু সেবার একটি ম্যাচও খেলেননি সংশ্লিষ্ট খেলোয়াড়। 

২০২১ সালে আইপিএল খেতাব জিতেছিল চেন্নাই সুপার কিংস। আর প্লেয়ারটির নাম কৃষ্ণাপ্পা গৌতম। ঘাম না ঝরিয়েই তিনি চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন সেবার। 

চেন্নাইয়ের হয়ে আইপিএল খেতাব জয়ের আগে ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল জমিতেছিলেন তিনি। সেবারও একটি ম্যাচ খেলেননি তিনি। মুম্বই ও চেন্নাই--এই দুই দলের হয়ে খেতাব জমিতেছেন ১০ জন। কৃষ্ণাপ্পা গৌতম অন্যতম ক্রিকেটার। কিন্তু একটি ম্যাচও না খেলে চ্যাম্পিয়ন হয়েছেন, এরকম একজনই রয়েছেন। তিনি কৃষ্ণাপ্পা গৌতম। 

২০২১ সালে দেশের জার্সিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছিলেন কৃষ্ণাপ্পা। রাজস্থান রয়্যালসের হয়ে নজর কেড়েছিলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ১১ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন কৃষ্ণাপ্পা গৌতম। ২০১৮ সালের আইপিএলে রাজস্থানের জার্সিতে ১১টি উইকেট নেন তিনি। 

কৃষ্ণাপ্পা গৌতমের আইপিএল পরিক্রমা উত্থান-পতনে ভরা। ২০১৮ সালে গৌতম ১৫টি ম্যাচ খেলেছিলেন। রান করেছিলেন ১২৬। ৩৩ অপরাজিত ছিল তাঁর সর্বোচ্চ। 

২০১৯ সালে ৭টি ম্যাচ থেকে ১৮ রান করেন কৃষ্ণাপ্পা গৌতম। ২০২০ সালে মাত্র ২টি ম্যাচ খেলেন তিনি। তিনি রান করেন ৪২। সর্বোচ্চ ২২। ২০২২ সালে গৌতম ৪টি ম্যাচ পান। একটি রানও করতে পারেনি সেবার। ২০২৩ সালে ৭টি ম্যাচ থেকে ৬১ রান করেন গৌতম। সর্বোচ্চ রান ছিল ২৩।

২০২৪ সালে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান কৃষ্ণাপ্পা গৌতম। কিন্তু ব্যাট করার সুযোগ পাননি। আইপিএলে সব মিলিয়ে গৌতম ৩৬টি ম্যাচ থেকে ২৪৭ রান করেন। সেরা স্কোর অপরাজিত ৩৩।