আজকাল ওয়েবডেস্ক: নাইটদের নেতা হলেন অজিঙ্ক রাহানে। সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার।
সোমবার কলকাতা নাইট রাইডার্সের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল রাহানের হাতেই এবার কেকেআরের নেতৃত্বের আর্মব্যান্ড। ভেঙ্কটেশ আইয়ার তাঁর ডেপুটি।
নেতৃত্ব পাওয়ার পর রাহানে বলেন, ''কেকেআর-কে নেতৃত্ব দেওয়া সম্মানের। আমাদের দলের ভারসাম্য যথেষ্ট ভাল। গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও ট্রফি ধরে রাখার জন্য খেলব।''
দলের সব থেকে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার নন, বুড়ো ঘোড়া রাহানের উপরেই ভরসা রাখল কেকেআর।
চেন্নাই সুপার কিংসের হয়ে গতবার ভাল খেলতে পারেননি রাহানে। এবারের মেগা নিলামের প্রথম দিনে তাঁকে কোনও ফ্র্যাঞ্চাইজিই নেয়নি। দ্বিতীয় দিনে কেকেআর দেড় কোটি টাকা দিয়ে তাঁকে দলে নেয়। এই টাকাই তাঁর বেস প্রাইস ছিল। সেই বেস প্রাইসেই নাইটরা তাঁকে নেয়। সেই রাহানেই এবার দলের নেতৃত্বে।
জাতীয় দলে এখন আর রাহানের জায়গা হয়না। ঘরোয়া ক্রিকেট খেলতে ব্যস্ত তিনি। মুম্বইকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এনে দিয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন রাহানেই। ৪৬৯ রানের মালিক তিনি। গড়ও ঈর্ষা করার মতো, ৫৮.৬২। স্ট্রাইক রেট ১৬৪.৫৬।
শ্রেয়স আইয়ার চলে গিয়েছেন পাঞ্জাবে। সেই কিংস পাঞ্জাবেরই ক্যাপ্টেন তিনি। শ্রেয়সের শূন্যস্থান পূরণ করার জন্য রাহানের হাতে দেওয়া হল বড় দায়িত্ব। কেকেআর রাহানের হৃত সম্মান ফেরাতে পারে। 
 
 রাহানের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পর থেকেই শহরের শ্বাস প্রশ্বাসে একটাই সুর, করবো, লড়বো, জিতবো রে। খেতাব ধরে রাখার স্বপ্ন এখন থেকেই দেখতে শুরু করেছে কলকাতা। 
