আজকাল ওয়েবডেস্ক: তিনি রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল।
আর শুভমান গিলের দলের লোকেশ রাহুল সম্পর্কে সুনীল গাভাসকরের মত, ''ও নিজেই জানে না কত বড় ক্রিকেটার।''
সেই লোকেশ রাহুল প্রসঙ্গে দেশের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং বলছেন, ওকে দেখে রাহুল দ্রাবিড়ের কথা মনে পড়ে যাচ্ছে।
লোকেশ রাহুল ১৩৭ রান করেন দ্বিতীয় ইনিংসে। তাঁর ব্যাটিং দেখে হরভজন বলছেন, ''কেএল রাহুলের প্রশংসা করা উচিত। শান্ত, সংযত, রক্ষণ দৃঢ়। লোকেশ রাহুল জানে কন্ডিশন অনুযায়ী কীভাবে খেলা এগিয়ে নিয়ে যেতে হয়। প্রথম ঘন্টায় বল ছেড়েছিল। বলের লাইনে শরীর নিয়ে গিয়ে খেলেছিল। বেশ কিছু ড্রাইভও করে। সব দেখে রাহুল দ্রাবিড়ের কথা মনে পরে যাচ্ছিল। দুর্দান্ত শতরান।''
পন্থের পরিবর্তন লক্ষ্য করেছেন ভারতের প্রাক্তন অফস্পিনার। ভারতের তারকা উইকেট কিপার প্রসঙ্গে ভাজ্জি বলেন, ''পন্থ দুই ইনিংসে সেঞ্চুরি করে নিজের দক্ষতা প্রদর্শন করেছে। ঋষভ পন্থ ফর্মে ফিরে এসেছে। আইপিএল কেমন হল, সেটা বিবেচ্য নয়। পন্থ দায়িত্ব নিয়ে ব্যাট করছে। এটাতেই আমি খুশি।''
