আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটক রাজ্য দলের হয়ে একসঙ্গে খেলতেন লোকেশ রাহুল ও করুণ নায়ার। সেই করুণ নায়ারের জন্য বার্তা পাঠালেন কেএল রাহুল।
করুণ নায়ার ফের জাতীয় দলে ফিরে এসেছেন। ২০১৬ সালে এই ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন করুণ নায়ার। তার পরে জাতীয় দল থেকে ছিটকে যেতে হয় তাঁকে। আট বছর পরে ফের জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটে করুণ নায়ারের।
ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের পরে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটে তাঁর। ২০২৪ সালে নর্দাম্পটনে দ্বিতীয় ডিভিশনের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১১টি ইনিংস থেকে ৪৮৭ রান করেন নায়ার। সম্প্রতি ভারত এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ২০৪ রানের ইনিংস খেলেন নায়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নায়ারের উপরে নির্ভর করছে ভারতের ব্যাটিং।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওয় লোকেশ রাহুলকে বলতে শোনা গিয়েছে, ''দীর্ঘসময় ধরে আমি করুণ নায়ারকে চিনি। যুক্তরাজ্যে থেকে ক্রিকেট খেলা খুব কঠিন, একাকীত্ব গ্রাস করে, কঠিন পরিশ্রম করে জাতীয় দলে ফিরে এসেছে করুণ নায়ার।''
A comeback story with Karun Nair ????
— BCCI (@BCCI)
P.S. - A special message from KL Rahul ????#TeamIndia | #ENGvIND | @karun126 | @klrahul pic.twitter.com/PeYCsNtnxvTweet by @BCCI
লোকেশ রাহুলের সংযোজন, ''ওর এই প্রত্যাবর্তন যারা দেখেছে তাদের কাছে মুহূর্তটা স্পেশ্যাল। ওর পরিবার, আমাদের মতো বন্ধুদের জন্য দারুণ ব্যাপার।''
এর আগে ২০১৬-র নভেম্বর থেকে মার্চের ২০১৭ পর্যন্ত জাতীয় দলের হয়ে টেস্টে খেলেছিলেন তিনি। নায়ার বলেন, ''দারুণ লাগছে। আরও একবার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।''
