আজকাল ওয়েবডেস্ক: হাতে নয় উইকেট। শেষ দিন জিততে হলে ভারতের চাই মাত্র ৫৮ রান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। দিল্লি টেস্টে।
এর আগে চতুর্থ দিন ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস শেষ হল ৩৯০ রানে। এগিয়ে থাকা ১২০ রানে। জন ক্যাম্পবেলের (১১৫) পর শতরান করেছেন শাই হোপও (১০৩)। অধিনায়ক রস্টন চেজের অবদান ৪০। ৫০ রানে অপরাজিত থেকেছেন জাস্টিন গ্রিভস। সবচেয়ে অবাক করার ১১ নম্বরে নামা জেডন সিলস করেন ৩২। তাঁকে ফেরান বুমরা।
৩১১ রানেই নয় উইকেট পড়ে গিয়েছিল ক্যারিবিয়ানদের। শেষ উইকেটে ৭৯ রান যোগ করেন গ্রিভস ও সিলস। প্রথম ইনিংসে না হলেও দ্বিতীয় ইনিংসে কিন্তু ভারতীয় বোলিং প্রশ্নের মুখে পড়ল।
ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ ও বুমরা পেলেন তিনটি করে উইকেট। সিরাজ পেয়েছেন দুটি। দিল্লি টেস্টে আট উইকেট হল কুলদীপের।
প্রথম ইনিংসে ২৪৮ রানে শেষ হয়েছিল ক্যারিবিয়ানদের ইনিংস। তার আগে ভারত তুলেছিল ৫১৮। দিল্লি টেস্ট জিততে শেষ দিন ভারতকে করতে হবে আর মাত্র ৫৮ রান।
প্রথম ইনিংসে শতরান পেলেও দ্বিতীয় ইনিংসে রান পাননি যশস্বী। মাত্র ৮ রান করে ফেরেন। লোকেশ রাহুল অপরাজিত রয়েছেন ২৫ রানে। আর সাই সুদর্শন অপরাজিত ৩০ রানে। যশস্বীকে ফিরিয়েছেন ওয়ারিকান। চতুর্থ দিন শেষে ভারতের রান এক উইকেটে ৬৩। যা পরিস্থিতি বুধবার হয়ত প্রথম ঘণ্টাতেই শেষ হয়ে যাবে খেলা।
