আজকাল ওয়েবডেস্ক: রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষদিন যত এগিয়ে আসছে, তত বাড়ছে জল্পনা-কল্পনা। বৃহস্পতিবারের মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের চূড়ান্ত তালিকা জমা দিতে হবে। আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজি যুদ্ধকালীন তৎপরতায় শেষপর্বের প্রস্তুতি সারছে। বিভিন্ন রিপোর্টে কেকেআরের সম্ভাব্য রিটেনশন তালিকা প্রকাশিত হয়েছে। বিদেশিদের মধ্যে আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে রেখে দেওয়া নিশ্চিত। যদিও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এমন পরিস্থিতিতে শাহরুখ খানের সঙ্গে রহমানুল্লাহ গুরবাজের সাক্ষাৎ ইন্টারনেটে ঝড় তুলেছে। দুবাইয়ে একটি অনুষ্ঠানে দুই তারকার দেখা হয়। একে অপরকে জড়িয়ে ধরেন। খোশমেজাজে গল্প করতেও দেখা যায়। ভিডিও ভাইরাল হওয়া মাত্র অনেকে মনে করেছে, রিটেনশন তালিকায় থাকতে পারেন গুরবাজ। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে গেলেও, আদতে তার সম্ভাবনা নেই বললেই চলে। নাইটদের হাতে এত বেশি বিকল্প যে মিচেল স্টার্ক, শ্রেয়স আইয়ারও রিটেনশন তালিকায় নেই। সেখানে গুরবাজের থাকার সম্ভাবনা একপ্রকার নেই। 

কেকেআরের রিটেনশন তালিকায় প্রথম দুইয়ে রয়েছেন ক্যারিবিয়ান জুটি আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে আছেন রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী। পঞ্চম স্থানে হর্ষিত রানা। রিটেনশন তালিকা জমা দেওয়ার দু'দিন আগে শ্রেয়সের সঙ্গে কথা শুরু করেছে কেকেআর ম্যানেজমেন্ট। ৩১ অক্টোবর ফ্র্যাঞ্চাইজিদের তালিকা জমা দেওয়ার শেষ দিন। তার আগে শ্রেয়সের সঙ্গে যোগাযোগ করে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। সপ্তাহান্তে দুই পক্ষের মধ্যে কথা হয়েছে। তার আগে আইপিএল জয়ী অধিনায়কের সঙ্গে নাইট ম্যানেজমেন্টের কোনও কথা হয়নি। তবে আলোচনা হলেও শেষপর্যন্ত হয়তো আইপিএল জয়ী অধিনায়ককে মেগা নিলামেই দেখা যাবে।