আজকাল ওয়েবডেস্ক: প্রায় ৩ হাজার দিন পরে করুণ নায়ারের পিঠে আবার উঠবে টেস্টের সাদা জার্সি। বীরেন্দ্র শেহবাগের পরে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ত্রিশত রান রয়েছে করুণ নায়ারের। ২০১৭ সালে ধর্মশালায় শেষ বার তিনি টেস্ট ম্যাচ খেলেছেন ভারতের হয়ে। তার পরে কেটে গিয়েছে আট বছর। করুণ নায়ার ব্রাত্য থেকে গিয়েছেন ভারতের টেস্ট দলে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডিয়ার ক্রিকেট, আরও একটা সুযোগ দাও। 

অবশেষে করুণ নায়ারের কথা শুনলেন ডিয়ার ক্রিকেট! ইংল্যান্ড সিরিজে দলে ডাক পেলেন তিনি। ২০২৪-২৫ মরশুমে রঞ্জি ট্রফিতে ৮৬৩ রান করেন নায়ার। চারটি সেঞ্চুরি রয়েছে। বিজয় হাজারে ট্রফিতে ৭৭৯ রান করেছেন করুণ। রয়েছে পাঁচটি সেঞ্চুরি। ৮ বছর ২ মাস পরে করুণ নায়ারের নাম ঘোষণা করলেন নির্বাচকরা। 

গম্ভীর ভবিষ্যতের দিকে তাকাচ্ছেন। ভবিষ্যতের দল গড়ছেন। রোহিত শর্মা গুরু গম্ভীরের ভবিষ্যতের দলে জায়গা পাবেন না বুঝতে পেরেই টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেন। বিরাট কোহলিও টেস্ট থেকে সরে দাঁড়ান। হাজারো অনুরোধ-উপরোধকে দূরে ঠেলে রাখেন কোহলি। 

করুণ নায়ারের বয়স এখন ৩৩। শেষ বার টেস্ট ম্যাচ খেলেছেন ২০১৭ সালে। তাঁকে ফিরিয়ে আনার কী অর্থ! যেখানে ভবিষ্যতের দল গড়ছেন গম্ভীর! 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল নায়ারের। আবার ইংল্যান্ডের বিরুদ্ধেই তাঁর প্রত্যাবর্তন ঘটেছ। ক্রিকেট তাঁকে আরও একটা সুযোগ দিল। কিন্তু তুলে দিল প্রশ্ন।