আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া ক্রিকেটে ভুরিভুরি রান করা সত্ত্বেও ব্রাত্য ছিলেন। তাঁকে খরচের খাতায় ফেলে দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পাননি। ঘরের মাঠেও তাঁকে দলে রাখা হত না। সেই উপেক্ষিত ক্রিকেটারই ইংল্যান্ডের মাটিতে পা রেখেই করলেন দ্বিশতরান। শনিবার ক্যান্টারবারিতে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে চার ম্যাচের আনঅফিসিয়াল টেস্টে দ্বিতীয় দিন দুশো করলেন করুণ নায়ার। প্রথম দিনের শেষে ১৮৬ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের শুরুতে কয়েকটা সিঙ্গলস নেওয়ার পর ছন্দ খুঁজে পান। তবে মাইলস্টোনে পৌঁছতে ১০১ ওভারের শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়। এডি জ্যাকের বলে চার মেরে দুশো রান সম্পূর্ণ করেন। 

২০২২ সালের ডিসেম্বরে নায়ার লিখেছিলেন, 'প্রিয় ক্রিকেট, আমাকে আরও একটা সুযোগ দাও।' সেই থেকে প্রত্যেক সুযোগের সদ্ব্যবহার করেন করুণ। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সুযোগ মেলে। প্রথম দিনই শতরান করেন করুণ নায়ার। ১৫৫ বলে একশো রানে পৌঁছে যান ব্রাত্য তারকা। রোহিত শর্মা, বিরাট কোহলির অবসরে ভাগ্যের দরজা খোলে নায়ারের। বিদেশের মাঠে নেমেই নিজের জাত চেনান। প্রস্তুতি ম্যাচ হলেও, প্রথম দিনই পান শতরান। অর্ধশতরানে পৌঁছতে নেন ৮৫ বল। ১৫৫ বলে শতরান সম্পূর্ণ করেন। দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ভারতীয় এ দলের রান ছিল ৪০৯। দ্বিতীয় দিনে ৮ উইকেট হারিয়ে ভারতের রান ৫৪৯। এখনও দুটো সেশন বাকি আছে। আগের দিন ৮৬ রানে অপরাজিত ছিলেন ধ্রুব জুরেল। এদিন শতরান হাতছাড়া করেন। ৯৪ রানে আউট হন।