আজকাল ওয়েবডেস্ক: আট বছর পরে টেস্ট দলে প্রত্যাবর্তন। প্রত্যাবর্তনের টেস্ট ম্যাচে করুণ নায়ার টিকলেন মাত্র ৪ বল। খাতা না খুলেই ফিরে গেলেন তিনি। টেস্ট ক্রিকেটে ফিরে এসে ব্যতিক্রমী এক রেকর্ডও গড়েন করুণ নায়ার। 

এর আগে ভারতের হয়ে ২০১৭ সালের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন নায়ার। এরপর কেটে গিয়েছে ৮ বছরেরও বেশি সময়। এই দীর্ঘ সময়ে নায়ার টানা ৪০২টি আন্তর্জাতিক ম্যাচে নামেননি। যা সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ মিস করার রেকর্ড। দিনের দিক থেকে ৩০১১ দিন পরে তিনি জাতীয় দলের হয়ে খেলতে নামেন। 

সবচেয়ে বেশি ম্যাচ না খেলে দলে ফেরার রেকর্ড ছিল  ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিটের। তিনি ২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যে ৩৯৬টি ম্যাচে নামতে পারেননি। এর পরে রয়েছেন ইংল্যান্ডের জো ডেনলি (৩৮৪), ওয়েস্ট ইন্ডিজের ফ্লয়েড রেইফার (৩৮০), এবং শ্রীলঙ্কার মাহেলা উদাওয়াট্টে (৩৭৪)।

২০১৬ সালে মাত্র তৃতীয় টেস্টেই ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেলে ইতিহাস গড়েছিলেন নায়ার। সেই ইনিংস তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছিল। মাত্র তিনটি টেস্ট খেলে হারিয়ে যান ভারতীয় দল থেকে। 

ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য রান করে সেই করুণ নায়ারই আবার জাতীয় দলে ফেরেন। প্রথম টেস্টের আগে গা ঘামানোর ম্যাচেও রান পেয়েছিলেন করুণ নায়ার। কিন্তু টেস্টে নেমে তাঁর ব্যাট বোবা থেকে গেল। 
 
লিডসে যেখানে তিন ভারতীয় তারকা সেঞ্চুরি হাঁকালেন, সেখানে করুণ নায়ার খাতাই খুলতে পারলেন না। চার বল খেলে ফিরে গেলেন প্যাভিলিয়নে। অবশ্য দলে ফিরে তাঁর নামের পাশে লেখা হল নতুন রেকর্ড।