আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি দরজায় কড়া নাড়ছে। তার আগে ভারতীয় দলের দুই মহাতারকার জন্য বিশেষ বার্তা দিলেন কপিল দেব। নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া সিরিজে ডাহা ব্যর্থ হন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শুরুটা ভাল না হলেও ছন্দে ফিরেছেন ভারত অধিনায়ক। দ্বিতীয় একদিনের ম্যাচে শতরান করেন। কিন্তু এখনও ব্যাটে রান নেই কোহলির।চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই তারকার পাশেই দাঁড়ালেন কপিল দেব। বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, ভুলভ্রান্তি শুধরে ফর্মে ফিরতে প্রয়োজনে প্রাক্তনদের সাহায্য নিতে পারেন বিরাট-রোহিত। এই প্রসঙ্গে কপিল দেব বলেন, 'রান না পেলে, সবদিকে সমস্যা হয়। সেরা উপায় হল, ক্রিকেটারদের সঙ্গে কথা বলা। নিজের পুরোনো ভিডিও দেখা। আগে কেমন ভাবে খেলতে, সেটা আবার দেখে নেওয়া। ২০-২৫ বছরের বিরাট কোহলি বা রোহিত শর্মাকে পাওয়া যাবে না। তবে পুরোনো ভিডিও দেখলে একটা ধারণা পাওয়া যাবে। ক্রিকেট অনেকটা আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে। বয়স একটা ফ্যাক্টর। তবে তারমানে এই নয় যে ওরা খেলতে ভুলে গিয়েছে। মানিয়ে নিতে হবে। সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলতে পারে। তোমরা বড় তারকা। কিন্তু তার অর্থ এই নয় যে যারা তোমাদের থেকে কম ক্রিকেট খেলেছে, তাঁরা ভুল শুধরে দিতে পারবে না। কোচ হয়তো তোমাদের পর্যায়ের হবে না, তবে তাসত্ত্বেও তাঁর কথা শুনতে হবে। কখনও বাইরের কারোর সঙ্গে কথা বলা যেতে পারে।'
ভারতের তারকা ক্রিকেটারদের ফর্মে ফেরার কৌশল বাতলে দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। একটানা ব্যর্থতায় দুই তারকার সমালোচনার বন্যা বয়ে যায়। ফ্যানদের রোষের মুখেও পড়তে হয় বিরাট, রোহিতকে। এতে কোনও ভুল দেখছেন না কপিল দেন। তিনি মনে করেন, সেরা তারকারা পারফর্ম করতে না পারলে ভক্তদের ক্ষোভ প্রকাশের অধিকার আছে। কপিল দেব বলেন, 'দল ভাল না খেলতে পারলে, ফ্যানদের রাগের কারণ যুক্তিসঙ্গত। বিশ্বকাপ জিতে এই দু'জন ফেরার পর তাঁদের নিয়ে পাগলের মতো উন্মাদনা হয়। এই চিত্র আমি জীবনে দেখিনি। তাই খারাপ খেললে, সমালোচনা নিতে হবে। সেই কারণেই আমি বলি, প্লেয়ারদের নিয়ে এত নাচানাচি করা উচিত না।' ইতিমধ্যেই ফর্ম ফিরে পেয়েছেন রোহিত। সেই ধারাবাহিকতা শেষ ম্যাচেও ধরে রাখতে চাইবেন। অন্যদিকে এখনও সাদা বলের ক্রিকেটে ফর্মের সন্ধানে কোহলি।
