আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসর নিয়ে তোলপাড় ক্রিকেটবিশ্ব। বেশ কয়েকজন ক্রিকেট পণ্ডিত মনে করছে, দুই মহাতারকার অবসর নেওয়ার সময় হয়ে গিয়েছে। এবার রো-কোর অবসর প্রসঙ্গে মুখ খুললেন কপিল দেব। গলফের একটি অনুষ্ঠানে এসে বিশ্বকাপজয়ী অধিনায়ক জানান, দুই তারকাই সঠিক সময় তাঁদের ক্রিকেটজীবন নিয়ে সিদ্ধান্ত নেবে। কপিল দেব বলেন, 'ওরা দু'জনেই বড় প্লেয়ার। আশা করছি ওরা জানে কতদিন খেলা চালিয়ে যাওয়া সম্ভব। ওরা যখন বুঝতে পারবে আর পারছে না, ওরা নিজেরাই সরে যাবে।' 

বর্ডার-গাভাসকর ট্রফিতে ডাহা ব্যর্থ হওয়ার পর থেকেই দুই তারকার অবসর নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোহলি পারথে শতরান দিয়ে শুরু করলেও বাকি চার টেস্টে মাত্র ৯০ রান করেন। অফস্ট্যাম্পের বাইরের বল মেরে আট ইনিংসে আউট হন বিরাট। অন্যদিকে দ্বিতীয় সন্তান জন্মের জন্য প্রথম টেস্টে খেলেননি রোহিত। কিন্তু বাকি তিন টেস্টে ফ্লপ। পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করেন। সিডনিতে পঞ্চম টেস্টে দল থেকে বাদ পড়েন রোহিত। যা লাল বলের ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দেয়। সম্প্রতি জানা গিয়েছে, টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রোহিত শর্মা। কিন্তু শুভানুধ্যায়ীদের পরামর্শে আরও কিছুদিন লাল বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। 

আগের দিন গলফের অনুষ্ঠানে যশপ্রীত বুমরাকে নিয়েও মন্তব্য করেন বিশ্বজয়ী অধিনায়ক। জানান, তাঁর সঙ্গে তারকা পেসারের তুলনা করা উচিত নয়। কারণ কোনওভাবেই ভিন্ন প্রজন্মের মধ্যে তুলনা চলে না। কপিল দেব বলেন, ' দয়া করে আমার সঙ্গে বুমরার তুলনা করবেন না। একটা প্রজন্মের সঙ্গে অন্য প্রজন্মের তুলনা টানা যায় না। এখনকার ছেলেরা একদিনে ৩০০ রান করে। আমাদের সময় সেটা হয়নি। তাই তুলনা করা উচিত নয়।' রোহিতের উত্তরসূরি যেই হোক না কেন, তাঁকে যথাযত সময় দেওয়ার পরামর্শ কপিলের।