আজকাল ওয়েবডেস্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মাকে বল করা কঠিন। বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে জশ হ্যাজলউড জানালেন ভারতীয় ব্যাটারদের মধ্যে 'হিটম্যান'কে বল করা কঠিন। 

ভারতীয় ব্যাটারদের মধ্যে রোহিত শর্মার ব্যাটিং পছন্দ হ্যাজলউডের। মুম্বইকরের টাইমিং প্রসঙ্গে উচ্ছ্বসিত হ্যাজলউড। ফাস্ট বোলিংসামলাতেও দক্ষ রোহিত। হ্যাজলউড বলেছেন, '' জোরে বোলারদের দুর্দান্ত ভাবে সামলাতে পারে রোহিত শর্মা।'' 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হিটম্যানের রেকর্ডও ভাল। ১২টি টেস্ট ম্যাচ থেকে ৭০৮ রান সংগ্রহ করেন রোহিত। তিনটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি তিনি করেছেন অজিদের বিরুদ্ধে। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হিটম্যানের রেকর্ড ভাল হলেও হ্যাজলউডের বিরুদ্ধে মুম্বইকরের রেকর্ড কিন্তু মোটেও আকর্ষণীয় নয়। হ্যাজলউডের বলে দুবার আউট হন রোহিত। অজি বোলারের  ১৭৪টি ডেলিভারি থেকে ৫৪ রান করেছেন ভারত অধিনায়ক।

রোহিত সম্পর্কে হ্যাজলউড বলছেন, ''মনে পড়ছে একবার ভারতের অস্ট্রেলিয়া সফরে ৫-৬ নম্বরে ব্যাট করতে নেমেছিল রোহিত। গত বার ওপেন করেছিল। নতুন বল বহুবার খেলেছে। আমার মনে হয় জোরে বোলারদের দুর্দান্ত খেলে রোহিত। বাউন্স রোহিতকে সমস্যায় ফেলে না। বলের মুভমেন্টও বিব্রত করে না ওকে। ওর ব্যাটিং দেখে মনে হয় প্রচুর সময় রয়েছে ওর হাতে। আমার ওকে বল করতে সমস্যাই হয়।'' 

চলতি বছরের শেষের দিকে স্যর ডনের দেশে সিরিজ খেলতে যাচ্ছে ভারত। হ্যাজলউড মনে করেন, রোহিতকে সমস্যায় ফেলতে পারেন ন্যাথান লিয়ঁ। হ্যাজলউড বলেন, ''রোহিতের বিরুদ্ধে সাফল্য রয়েছে ন্যাথান লিয়ঁর। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে। রোহিতকে দ্রুত ফেরাতে পারে লিয়ঁ।''