আজকাল ওয়েবডেস্ক:‌ কে সেরা?‌ শচীনের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াই কার হতে পারে?‌ বিরাট কোহলি?‌ ইংরেজ ক্রিকেটার জস বাটলার ও স্টুয়ার্ট ব্রডের মতে, সর্বকালের সেরা হিসেবে শচীনের সঙ্গে লড়াইয়ে আসতে পারেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জাক কালিস।


ব্রডের কথায় চাপের মুখে ব্যাটিং ও ২০০ টেস্ট খেলার নজিরের জন্য তিনি কালিসের চেয়ে শচীনকে এগিয়ে রাখবেন। ব্রড বলেছেন, ‘‌বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে আমি কালিসকে রাখব। কিন্তু ২০১১ বিশ্বকাপ জয়ের নিরিখে এগিয়ে রাখব শচীনকে। আর চাপের কথা যদি বলেন, সেক্ষেত্রে শচীনকে গোটা কেরিয়ারে এত চাপ নিয়ে খেলতে হয়েছে। তারপরেও এত রান। তাই চিরশ্রেষ্ঠ হিসেবে এগিয়ে থাকবে শচীন।’‌


জস বাটলার আবার অলরাউন্ড দক্ষতার জন্য কালিসকে খানিকটা এগিয়ে রেখেছেন। বাটলারের কথায়, ‘‌কালিসের মধ্যে অনেকটা ব্যাটার হিসেবে শচীনের ছায়া ও বোলার হিসেবে জাহিরের ছায়া রয়েছে।’‌ এরপরই বাটলারের সংযোজন, ‘‌রিকি পন্টিংও আগেই বলেছেন কালিসই সর্বকালের সেরা ক্রিকেটার। আমিও সেকথাই বলছি।’‌ এরপরই অবশ্য বাটলার বলেছেন, ‘‌যদি গড়ের দিক থেকে দেখি সেক্ষেত্রে অনেক এগিয়ে শচীন। তাই এভাবে দু’‌জনের মধ্যে কাউকে বেছে নেওয়াটা বেশ কঠিন। দু’‌জন দু’‌দিক থেকে সেরা।’‌


আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৩৫৭ রান রয়েছে শচীনের। রয়েছে ১০০ শতরান। আর টেস্টে রয়েছে ১৫৯২১ রান। গড় ৫৩.‌৭৮। টেস্ট ও একদিনের ক্রিকেটে শচীনই সর্বোচ্চ রানের মালিক।


অন্যদিকে কালিস টেস্টে ৫৫.‌৩৭ গড়ে ১৩২৮৯ রান করেছেন। নিয়েছেন ১৬৬ টেস্টে ২৯২ উইকেট। একদিনের ক্রিকেটে ১১৫৭৯ রানের পাশাপাশি রয়েছে ২৭৩ উইকেট।