আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টারে রেকর্ডের মুখে জো রুট। লক্ষ্য শচীন তেন্ডুলকর। কিন্তু তার আগে আরও একটি পথ পেরোতে হবে তাঁকে। চতুর্থ টেস্টে প্রয়োজন ১২০ রান। তাহলেই রিকি পন্টিংকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে চলে যাবেন ইংল্যান্ডের ব্যাটার। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দুই নম্বরে চলে আসবেন রুট। ২-১ এ সিরিজে এগিয়ে ইংল্যান্ড। প্রথম দুই টেস্টে মিশ্র পারফরম্যান্স। তৃতীয় টেস্টে শতরান করেন। তিন টেস্টে তাঁর রান ২৫৩। গড় ৫০.৬০। একটি শতরান এবং অর্ধশতরান রয়েছে নামের পাশে। সিরিজে রান সংগ্রহকারীদের তালিকায় এখনও পর্যন্ত অষ্টম স্থানে আছেন। তাঁর মান অনুযায়ী যা কিছুটা হতাশার। তবে ম্যাঞ্চেস্টারে অনবদ্য রেকর্ড রুটের।
ওল্ড ট্র্যাফোর্ডে সবচেয়ে বেশি রান তাঁর। ১১ টেস্ট ১৯ ইনিংসে রুটের রান ৯৭৮। গড় ৬৫.২০। রয়েছে একটি শতরান এবং সাতটি অর্ধশতরান। সর্বোচ্চ রান ২৫৪। টেস্টে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের স্টাইলিশ ব্যাটার। ১৫৬ টেস্ট ২৮৫ ইনিংসে তাঁর রান ১৩২৫৯। গড় ৫০.৮০। রয়েছে ৩৭ শতরান এবং ৬৬টি অর্ধশতরান। সর্বোচ্চ রান ২৬২। আর মাত্র ৩০ রান করলেই রাহুল দ্রাবিড়কে ছাপিয়ে চার নম্বরে উঠে আসবেন রুট। ১৬৪ টেস্টে ১৩২৮৮ রান প্রাক্তন ভারতীয় তারকার। ১২০ রান করলে জ্যাক কালিস এবং রিকি পন্টিংকে টপকে সরাসরি দুইয়ে চলে আসবেন ইংলিশ ব্যাটার। টেস্টে এক নম্বরে রয়েছেন শচীন তেন্ডুলকর। ২০০ টেস্ট এবং ৩২৯ ইনিংসে মাস্টার ব্লাস্টারের রান ১৫৯২১। গড় ৫৩.৭৮। রয়েছে ৫১টি শতরান এবং ৬৮ অর্ধশতরান। সর্বোচ্চ রান অপরাজিত ২৪৮। পয়া মাঠেই কি তিন কিংবদন্তিকে পেরিয়ে শচীনের পরের স্থানে চলে আসবেন রুট?
সিরিজ শুরুর আগে টিম ইন্ডিয়াকে আগাম সতর্কবাণী দেন রুট। ভারতের বিরুদ্ধে সিরিজের পরপরই অ্যাশেজ। সামনে বিরাট সুযোগ। তবে ভারতীয় দলকে হেলাফেলা করেননি। তাঁর প্রথম চ্যালেঞ্জ ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তারপর নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ। ২০১০-১১ মরশুমের পরে আর অজিদের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ জেতেনি ইংল্যান্ড। প্রথম টেস্টের আগে একটি সাক্ষাৎকারে রুট বলেন, 'আমরা শুধু উত্তেজিত হতে পারি। এই সিরিজগুলোর জন্যই আমরা খেলি। আমাদের সামনে বিরাট সুযোগ। অ্যাশেজও আসছে। ভারত সিরিজের সঙ্গে সেটাকে জড়িয়ে দেওয়া হবে। তবে তার আগে একটা দারুণ দলের বিরুদ্ধে আমাদের নিজেদের প্রমাণ করার লড়াই। সব ফরম্যাটে ভারতীয় দল এগিয়ে। সবদিকে ভারসাম্য আছে। সিম আক্রমণ ভাল, প্রতিভাবান ব্যাটাররা রয়েছে, শক্তিশালী স্পিন আক্রমণ। বিশ্বের যেকোনো প্রান্তে ওরা ভাল খেলার ক্ষমতা রাখে। তবে আমাদের ঘরের মাঠে রেকর্ড ভাল। তাই আমরা আত্মবিশ্বাস নিয়ে নামব। তবে আমরা ওদের সম্মান করি।' তিন টেস্টের মধ্যে দুটো জিতেছে ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজ পকেটে পুরতে চাইবেন রুটরা।
