আজকাল ওয়েবডেস্ক: বুমরা-সিরাজের পেস আক্রমণে একসময়ে মনে হয়েছিল মেলবোর্নের দখল নিতে চলেছে ভারত। কিন্তু শেষ উইকেটে বোল্যান্ড ও লিয়ঁ মরিয়া লড়লেন। চতুর্থ দিনের শেষে অজিরা এগিয়ে ৩৩৩ রানে। এখনও অবশ্য অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়নি। দিনান্তে অজিদের রান ৯ উইকেটে ২২৮। মেলবোর্নে বাকি একদিনের খেলা। শেষ দিনে কি দুরন্ত জয় ছিনিয়ে নিতে পারবে ভারত?
তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৯ উইকেটে ৩৫৮। এদিন আর ১১ রান যোগ করার পরে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৩৬৯ রানে। নীতীশ রেড্ডির রূপকথা শেষ হয় ১১৪ রানে।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে দাপট দেখান বুমরা। প্রথম ইনিংসে স্যাম কনস্টাস স্কুপ শট মেরে বুমরাকে বিভ্রান্ত করেছিলেন। এদিন বুমরা কনস্টাসের মিডল স্টাম্প ছিটকে দেন। অন্য ওপেনার উসমান খওয়াজাকে (২১) প্যাভিলিয়নে ফেরান মহম্মদ সিরাজ। এর পরে স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেন ইনিংসের হাল ধরেন। কিন্তু বুমরা মুহূর্তেই ছবিটা বদলে দেন। সিরাজের বাইরের বল তাড়া করতে গিয়ে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্মিথ (১৩)। বুমরার বলে ট্রাভিস হেড ফেরেন নীতীশ রেড্ডির হাতে সহজ ক্যাচ দিয়ে। আর মিচেল মার্শ (০) কিছু বুঝে ওঠার আগেই বুমরার বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ক্যারিকে সম্পূর্ণ বোকা বানিয়ে তাঁর উইকেট ভেঙে দেন বুমরা। হঠাৎই অস্ট্রেলিয়া চাপ অনুভব করতে শুরু করে দেয়।
এর মধ্যেও যশস্বী জয়সওয়াল ক্যাচ ফেলে অস্ট্রেলিয়ার কাজ সহজ করে দেন। লাবুশেন জীবন ফিরে পেয়ে ৭০ রান করেন। প্যাট কামিন্সও বেঁচে গিয়ে শেষমেশ ৪১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। বুমরা মরিয়া চেষ্টা করেন। কিন্তু বোল্যান্ড ও লিয়ঁ শেষ উইকেটে ৫৫ রান জুড়ে অস্ট্রেলিয়ার লিড বাড়িয়ে দেন। চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২২৮। অজিরা ৩৩৩ রানে এগিয়ে। দিনের শেষে বুমরার নামের পাশে লেখা ৫৬ রানে ৪ উইকেট। সিরাজ তিনটি উইকেট নেন ৬৬ রানের বিনিময়ে। ভারতকে দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরিয়েছিলেন বুমরা। তিন ওভারের একটা স্পেলে অজিরা কেঁপে গিয়েছিল। কিন্তু দিনের শেষে অস্ট্রেলিয়া নিজেদের গুছিয়ে নেয়। পঞ্চম দিন কী খেল দেখায়, সেদিকেই নজর সবার।
