আজকাল ওয়েবডেস্ক: কয়েকমাস আগে যা অসম্ভব মনে হয়েছিল, সেটাই আবার বাস্তবে পরিণত হল। আবার একই দলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যাবে রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়াকে। দু'জনকেই রিটেন করল মুম্বই ইন্ডিয়ান্স। এছাড়াও রাখা হয়েছে যশপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদবকে। গত আইপিএলে প্রাক্তন এবং বর্তমান নেতার মনোমালিন্যের প্রভাব পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের খেলায়। লিগের তলানিতে শেষ করে পাঁচবারের চ্যাম্পিয়নরা।‌ মাঠের মধ্যেই দুই তারকা ক্রিকেটারের মতবিরোধ স্পষ্ট ছিল। রোহিতের মুম্বই ছাড়া একপ্রকার নিশ্চিত ছিল। ঘনিষ্ঠ মহলে সেটা জানিয়েছিলেন হিটম্যান। কিন্তু টি-২০ বিশ্বকাপ জয় রোহিত এবং হার্দিকের সম্পর্কের রসায়ন বদলে দিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত অধিনায়ককে জড়িয়ে ধরে কাঁদতে দেখা গিয়েছিল হার্দিককে। সেই থেকেই বোধহয় দুই তারকা ক্রিকেটারের মধ্যে আবার একটা সমঝোতা হয়। আবার একই দলে খেলতে রাজি হয়ে যায় দু'জনেই।

বৃহস্পতিবার বিকেলে রিটেনশন তালিকা পেশ করে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচজন তারকা ক্রিকেটারকে ধরে রেখেছে পাঁচবারের আইপিএল জয়ীরা‌। তালিকায় একনম্বরে নাম ছিল যশপ্রীত বুমরার। একই অঙ্কে রিটেন করা হয়েছে হার্দিক পাণ্ডিয়া এবং সূর্যকুমার যাদবকে। চতুর্থ প্লেয়ার হিসেবে রাখা হয়েছে রোহিত শর্মাকে। পঞ্চম স্থান নেন তিলক বর্মা। সিনিয়র প্লেয়ারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। ফ্র্যাঞ্চাইজির এক সূত্র জানান, 'এটা আসলে আলোচনার বিষয়বস্তুই নয়। বুমরা শুধুমাত্র মুম্বইয়ের সবচেয়ে মূল্যবান প্লেয়ার নয়, গোটা আইপিএলের।‌ সব প্লেয়ার এবং ম্যানেজমেন্টের সদস্যরা এটা মেনে নেয়। তাই বুমরাকে একনম্বরে রাখার সিদ্ধান্ত নিতে কোনও সমস্যা হয়নি।' মুম্বইকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া। টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেন রোহিত শর্মা। তাই দলের চতুর্থ রিটেনশন হতে রাজি হয়ে যান আইপিএলের অন্যতম সেরা অধিনায়ক। এবার দলের পথপ্রদর্শক হতে চান রোহিত। চারজন সিনিয়র প্লেয়ারের সঙ্গে আলোচনা করেই রিটেনশন তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট।