আজকাল ওয়েবডেস্ক: নতুন মাইলফলক জশপ্রীত বুমরার। তিন ফরম্যাট মিলিয়ে ৪০০ উইকেটের মালিক তিনি। বাংলাদেশের হাসান মাহমুদ বুমরার চারশোতম শিকার। ষষ্ঠ ভারতীয় পেসার হিসেবে এই মাইলস্টোনে পৌঁছলেন বুমরা।

ঘর হোক বা বিদেশ, বুমরার হাতে বল মানেই অধিনায়ক চোখ বন্ধ করে তাঁর উপরে বিশ্বাস করতে পারেন। সাদা হোক বা লাল বল, বুমরা ঘাতক হয়ে ধরা দেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বুম বুম বুমরা ধস নামান বাংলার বাঘেদের ইনিংসে। নিজের প্রথম ওভারেই আঘাত হানেন বুমরা। তার পরে খেলা যত গড়িয়েছে, বুমরা ততই ভয়ঙ্কর হয়ে উঠেছেন।

চারশো আন্তর্জাতিক উইকেটের মধ্যে টেস্টে ১৬২টি শিকার বুমরার। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর সংগ্রহ যথাক্রমে ১৪৯টি ও ৮৯টি উইকেট। বুমরার আগেও অবশ্য চারশো আন্তর্জাতিক উইকেট সংগ্রহ করেছেন একাধিক ভারতীয় বোলার।

বুমরা এই তালিকায় ১০ নম্বরে। সবার উপরে অনিল কুম্বলে। ৯৫৩টি উইকেট তাঁর ঝুলিতে। রবিচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৭৪৪। তৃতীয় স্থানে থাকা হরভজন সিং ৭০৭টি উইকেটের মালিক। ৬৮৭টি উইকেট নিয়ে কপিলদেব রয়েছেন চতুর্থ স্থানে। জাহির খান (৫৯৭টি উইকেট) পঞ্চম স্থানে।

চারশো আন্তর্জাতিক উইকেটের মাইলফলক ছোঁয়ার দিক থেকে বুমরাই ষষ্ঠ ভারতীয় পেসার। কপিল, জাহির, শ্রীনাথ, সামি ও ইশান্ত শর্মা চারশো আন্তর্জাতিক উইকেট সংগ্রহ করেছেন আগেই।