আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলেন মহম্মদ সিরাজ। যশপ্রীত বুমরা খেলবেন না খেলবেন না সেই নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় পেসার। বর্তমানে সমস্যায় পড়েছে চোট-আঘাতে জর্জরিত ভারতীয় ক্রিকেট দল। বাঁ হাঁটুর চোটের জন্য বাকি দুই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন নীতিশ কুমার রেড্ডি। আঙুলের চোটের জন্য চতুর্থ টেস্টে নেই অর্শদীপ সিং। আকাশ দীপেরও কুঁচকিতে চোট রয়েছে। এই পরিস্থিতির ফলে যাবতীয় চোখ বুমরার দিকে।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পাঁচের মধ্যে তিনটে ম্যাচ খেলবেন তারকা পেসার। ইতিমধ্যেই প্রথম এবং তৃতীয় ম্যাচ খেলে ফেলেছেন। সেই দুটো টেস্টেই হেরেছে ভারত। তিন ম্যাচের পর ১-২ এ পিছিয়ে টিম ইন্ডিয়া। ম্যাঞ্চেস্টারে হারলেই সিরিজ খোয়াবে শুভমন গিলরা। এমন পরিস্থিতিতে সবাইকে আশ্বস্ত করলেন সিরাজ। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই নিয়ে কোনও মন্তব্য করেনি। তারই মধ্যে বুমরার সতীর্থ জানিয়ে দিলেন, চতুর্থ টেস্টে খেলবেন তারকা পেসার। সিরাজ বলেন, 'আমি যতদূর জানি, বুম খেলবে। আকাশ দীপের কুঁচকিতে চোট আছে। ও এদিন বল করেছে। ফিজিওরা তাঁকে পরখ করবে। কম্বিনেশন বদলাচ্ছে। তবে আমাদের সঠিক জায়গায় বল রাখতে হবে। আমাদের একটাই সোজাসাপটা প্ল্যান, ভাল জায়গায় বল রাখা।'
চতুর্থ টেস্টের আগে চোটে কাবু ভারতীয় শিবির। নেই নীতিশ রেড্ডি এবং অর্শদীপ সিং। ভারতীয় অলরাউন্ডার সিরিজের বাকি দুই টেস্টেই নেই। তবে এখনও তাঁর পরিবর্তের নাম ঘোষণা করেননি বোর্ড। অর্শদীপের জায়গায় অংশুল কম্বোজকে নেওয়া হয়। সিরিজে টিকে থাকতে ম্যাঞ্চেস্টারে জিততেই হবে। আকাশ দীপের ফিটনেস নিয়েও সংশয় ছিল। কিন্তু তাঁকে রেখেই চতুর্থ টেস্টের দল ঘোষণা করা হয়। নেওয়া হয়েছে অংশুল কম্বোজকেও। ভারতীয় দলের একাধিক চোট-আঘাতের পরিস্থিতি নিয়ে গৌতম গম্ভীরকে একহাত নেন আকাশ চোপড়া। প্রাক্তন ক্রিকেটার মনে করেন তাঁর জায়গার হর্ষিত রানাকে ডাকা উচিত ছিল। তিনি বলেন, 'অংশুল কম্বোজকে নিয়ে আলোচনা চলছিল। ভারতীয় এ দলের হয়ে ভাল খেলেছে। কিন্তু এর আগে যখন সুযোগ এসেছিল, হর্ষিত রানাকে ডাকা হয়। অংশুলকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এবার আবার আমরা ওর নাম শুনছি। হর্ষিত রানা নেই। এবার ভাবতে হবে ভারতীয় দলের অন্দরমহলে কী হয়? কাকে রাখা হবে, এবং কাকে ছেড়ে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়? ভারতীয় এ দলের পারফরম্যান্স বিচার করা হলে, অংশুলের পারফরম্যান্স অনেক ভাল ছিল। কিন্তু তখন হর্ষিত রানাকে রাখা হয়।' শেষপর্যন্ত বুমরা খেললে অবশ্য এইসব আলোচনা গুরুত্বহীন হয়ে যাবে। দলে চোট-আঘাতের পরিস্থিতি যা, তাতে তারকা পেসারের খেলার সম্ভাবনাই বেশি।
