আজকাল ওয়েবডেস্ক: জশপ্রীত বুমরাহ কি ডান হাতি ওয়াসিম আক্রম? এই প্রশ্নটা পাকিস্তানের প্রাক্তন তারকাকে জিজ্ঞাসা করেছিলেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। সেই প্রশ্নের জবাবে প্রাক্তন পাক তারকা যা বলেছেন, তাতে চমকে উঠতে পারেন অনেকে। 

ওয়াসিম আক্রমের শ্রেষ্ঠত্ব নিয়ে কারও মধ্যে কোনও সংশয় নেই। বাঁ হাতে তিনি বলকে কথা বলাতে পারতেন।  ভারতের বুমরাহ কি ডান হাতি ওয়াসিম আক্রম? ইংল্যান্ডে এক ক্যাবে ভ্রমণ করার সময়ে আকাশ চোপড়া প্রশ্নটা করেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনিসকে। চোপড়া বলছেন, ''আমার সঙ্গে গাড়িতে ছিল ওয়াকার ইউনিস। গল্প করছিলাম দু'জনে। আমি জিজ্ঞাসা করি, বৈচিত্র্যের জন্য ক্রিকেটবিশ্বে ওয়াসিম আক্রম সমাদৃত। তাঁর  বলের উপরে নিয়ন্ত্রণ ঈর্ষা করার মতো। বুমরাহ তো ডান হাতি ওয়াসিম আক্রম? তাই নয় কি? ওয়াকারের জবাব, ও আমাদের সবার থেকে ভাল। ওর মতো বয়সে আমাদের চিন্তাশক্তি এরকম ছিল না। দক্ষতার দিক থেকে ও আমাদের সবার থেকে এগিয়ে। বিশ্বের সেরা বোলার বুমরাহই।'' 

আরও পড়ুন: ইংল্যান্ডে কেন যাননি? 'আত্মবিশ্বাসী ছিল না সামি...', প্রকাশ্যে এল বঙ্গপেসারকে নিয়ে বড় খবর ...

জশপ্রীত বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বিতর্ক চতুর্দিকে। ইংল্যান্ড সিরিজে গিয়ে বেছে বেছে টেস্ট ম্যাচ খেলেছেন বুম বুম বুমরাহ। 
ভারতের চ্যাম্পিয়ন বোলারকে নিয়ে অসন্তুষ্ট বিসিসিআই। ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ ভেঙ্গসরকার চেয়েছিলেন বিশ্বের অন্য়তম সেরা বোলার যেন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেন। তাঁর মতে, ইংল্যান্ড সিরিজ খেলার জন্য আইপিএল থেকে সরে যেতে পারতেন বুমরাহ। 

একটি সর্বভারতীয় স্তরের সংবাদ মাধ্যমকে ভেঙ্গসরকার বলেন, ''ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের গুরুত্ব এবং পিঠের ব্যথার কথা বিবেচনা করে, বিসিসিআই, নির্বাচক ও ভারতীয় টিম ম্যানেজেমেন্টের উচিত ছিল বুমরাহকে বলা যে আইপিএল থেকে সরে দাঁড়াও। এই আইকনিক সিরিজের জন্য পুরোদস্তুর ফিট ও সতেজ বুমরাহকে আমাদের দরকার ছিল। আমি যদি মুখ্য নির্বাচক হতাম, তাহলে মুকেশ আম্বানিকে বোঝানোর চেষ্টা করতাম ইংল্যান্ড সিরিজের জন্য বুমরাহকে আইপিএল থেকে বিশ্রাম দেওয়া দরকার।  অথবা আইপিএলে কম সংখ্যক ম্যাচ খেলুক বুমরাহ। আমি নিশ্চিত ওর এই প্রস্তাব মেনে নিত।'' 
ভেঙ্গসরকারের মতে, আইপিএলের রান-উইকেট নিয়ে কেউ মাথা ঘামায় না। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, ''আইপিএলে ক'রান করেছো বা ক'টা উইকেট নিয়েছো, তা কেউ মনে রাখে না। মানুষ কিন্তু সিরাজের সিংহ হৃদয় পারফরম্যান্সের কথা সবাই মনে রাখবেন। মনে থাকবে শুভমান গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থের দুর্দান্ত পারফরম্যান্স। সেই সঙ্গে ওয়াশিংটন সুন্দরের অলরাউন্ড পারফরম্যান্সের কথাও মানুষের মনে থাকবে।'' 

দেশের প্রাক্তন ক্রিকেটারের মতে, এই ধরনের সিরিজ চার বছরে একবার আসে। ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে না। এই ধরনের সিরিজ খেলতে চায় সবাই। বুমরাহ দলে থাকলে সিরিজটা আমরা জিততেও পারতাম।'' ইংল্যান্ডে টেস্ট সিরিজ ২–২ ড্র করে ফিরেছে ভারত। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ওভাল টেস্ট খেলেননি বুমরাহ। বুম বুম বুমরাহর অনুপস্থিতিতে মহম্মদ সিরাজ ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দেন। তিনি লাইটহাউজের কাজ করেন। বুমরাহকে ছাড়াই ভারতের পক্ষে টেস্ট ম্যাচ জেতা সম্ভব, তা প্রমাণিত হয় বিদেশের মাটিতে। 

আরও পড়ুন: ১৭ আগস্ট কলকাতা ডার্বি?‌ মঙ্গলবার রাতেই কোয়ার্টারের সূচি ঘোষণা করবে ডুরান্ড কর্তৃপক্ষ