আজকাল ওয়েবডেস্ক: দশ বছর আগে শেষ টি-২০ ম্যাচ খেলেছেন। চলতি বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। বয়স ৪২। এবার আইপিএলের মেগা নিলামে নাম নথিভুক্ত করলেন জেমস অ্যান্ডারসন। ইংলিশ ক্রিকেটে তিনি কিংবদন্তি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে পেসার হিসেবে সবচেয়ে বেশি উইকেট তাঁর ঝুলিতে। উইকেট সংখ্যা ৭০৪। বর্তমানে ইংল্যান্ড দলের বোলিং কোচ। অবসর নেওয়ার পর আইপিএলে অভিষেক হতে পারে তাঁর। আইপিএলের ইতিহাসে এর আগে এমন হয়েছে বলে জানা নেই। কোনওদিন আইপিএলে‌ খেলেননি অ্যান্ডারসন। ৪২ বছরে কোটিপতি লিগে হাতেখড়ি হতে পারে ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের। অ্যান্ডারসনের বেস প্রাইজ ১.২৫ কোটি। তবে নিলামে নথিভুক্ত নামের দীর্ঘ তালিকায় নেই বেন স্টোকস। আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন রাজস্থান রয়্যালসের প্রাক্তন অধিনায়ক। আগের নিলামে সবচেয়ে দামি প্লেয়ার ছিলেন মিচেল স্টার্ক। এবার তাঁর বেস প্রাইজ ২ কোটি। এবারের নিলামে প্রচুর চমক থাকছে। এই প্রথম তিন প্রাক্তন অধিনায়ক এবং তারকা ক্রিকেটার অংশ নেবে। যা আসন্ন নিলামকে আরও আকর্ষণীয় করে তুলেছে। 

মঙ্গলবার রাতে আইপিএলের মেগা নিলামের তারিখ ঘোষণা করেছে বিসিসিআই। ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় দু'দিন ব্যাপী নিলামে অংশ নেবে ১৫৭৪ জন ক্রিকেটার। তারমধ্যে ১১৬৫ জন ভারতীয় ক্রিকেটার এবং ৪০৯ জন বিদেশি রয়েছে। কিন্তু তালিকায় নেই বেন স্টোকসের নাম। ঋষভ পন্থ, কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারের বেস প্রাইজ ২ কোটি। একই মূল্য রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালের। দুই কোটির তালিকায় রয়েছে একাধিক ভারতীয় প্লেয়ার। তাঁরা হলেন খলিল আহমেদ, দীপক চাহার, ভেঙ্কটেশ আইয়ার, আবেশ খান, ঈশান কিষাণ, মুকেশ কুমার, ভুবনেশ্বর কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ, টি নটরাজন, দেবদত্ত পাড়িক্কল, ক্রুনাল পাণ্ডিয়া, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ এবং উমেশ যাদব। পৃথ্বী শ এবং সরফরাজ খানের বেশ প্রাইজ ৭৫ লক্ষ।