আজকাল ওয়েবডেস্ক: চতুর্থ টেস্ট শুরুর প্রাক্কালে ইংল্যান্ড ক্রিকেট দলের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। ভাইরাল হওয়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় বেন ডাকেট সহ আরও কয়েকজন ক্রিকেটারকে। তার তদন্ত চালাচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। তারই মধ্যে অ্যাশেজে ঐতিহাসিক জয় পেয়েছে ইংল্যান্ড। তিন টেস্টে হারের পর অবশেষে জয়ী দলের সদস্য হতে পেরে হাঁফ ছেড়ে বেঁচেছেন বেন স্টোকস। এই জয়কে 'বিশেষ জয়' এর অ্যাখ্যা দেন। ফোকাস ধরে রাখার জন্য বাহবা দেন ক্রিকেটারদের। ১৪ বছরের অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে অবশেষে টেস্ট জেতে ইংল্যান্ড।
এমন পরিস্থিতিতে জয়ের পর উল্লসিত ইংল্যান্ডের অধিনায়ক। স্টোকস বলেন, 'সবাই অক্লান্ত চেষ্টা করেছে। অবশেষে বিজয়ী দলের অঙ্গ হতে পেরে ভাল লাগছে। বড় প্রাপ্তি। আমরা শুধু নিজেদের জন্য নয়, আরও অনেকের জন্য খেলি। বিশ্বের সব প্রান্তেই আমরা সমর্থন পাই। এটাই দারুণ বিষয়। আওয়াজ, স্লোগান, একনাগাড়ে সমর্থন। মাঠে নেমে সবাই এগুলো শোনে, উপলব্ধি করে, অপেক্ষায় থাকে। জানি এই রেজাল্টের পর প্রচুর সমর্থক উচ্ছ্বসিত হবে।' দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করে দেয় ইংল্যান্ড। জয়ের জন্য ১৭৫ রান প্রয়োজন ছিল। ছয় উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় ইংল্যান্ড।
এই টেস্ট শুরুর আগে সমালোচনার মুখে ছিল ইংল্যান্ডের ক্রিকেটাররা। তারওপর পিচ নিয়ে চর্চা ছিল। এই জায়গা থেকে জিতে মাঠ ছাড়তে পেরে খুশি ইংল্যান্ডের নেতা। স্টোকস বলেন, 'এই জয় খুবই তৃপ্তির। ম্যাচের আগে অনেক কিছু চলছিল। আমাদের নিয়ে সমালোচনা হয়। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে এমন পারফরমেন্স, সত্যিই কৃতিত্বের। চারিত্রিক দৃঢ়তা ফুটে উঠেছে। বিশাল কৃতিত্ব প্লেয়ার, সাপোর্ট স্টাফ এবং ম্যানেজমেন্টের। আমাদের ফোকাস নড়তে দেয়নি। আমরা ভাল ক্রিকেট খেলেছি। আমরা জানতাম খুব সহজে রান তাড়া করা যাবে না। পিচ কঠিন ছিল। বোলাররা সবসময় ম্যাচে ছিল। সবসময় ইতিবাচক থাকার ভাবনা ছিল শিবিরে। বোলারদের থিতু হতে দিইনি। ছেলেরা সাহস দেখিয়েছে।' ইংল্যান্ডের হয়ে নজর কাড়েন জস টং এবং জেকব বেথেল। ৪৫ রানে পাঁচ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ২ উইকেট নেন ইংলিশ বোলার। রান তাড়া করতে নেমে ৪০ করেন বেথেল। স্টোকসদের আশা, এই দুর্দান্ত জয় সমালোচনা কিছুটা হলেও কমাবে।
