আজকাল ওয়েবডেস্ক: একসময়ে ইতালিতে চর্চা হত, দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের নাম রবার্তো বাজ্জিও। ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্বপ্নের গোল করেছিলেন তিনি।
আবার ৯৪ বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে বল উড়িয়ে দেন তিনি। সেই রবার্তো বাজ্জিও ও লিওনেল মেসির সাক্ষাৎ হয় ক্লাব বিশ্বকাপে।
এহেন রবার্তো বাজ্জিও টাইব্রেকারে শট উড়িয়ে দেওয়া নিয়ে অকপট। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ''আমার হাতে যদি ছুরি থাকত, তাহলে সেই ছুরি দিয়ে আমি নিজেকে কোপাতাম। যদি হাতে বন্দুক থাকত, তাহলে গুলি করতাম নিজেকে। ওই মুহূর্তে মরে যেতে চাইছিলাম।''
বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন বাজ্জিও। ৯৪ বিশ্বকাপের সেই ফাইনালের আগে তাঁর বৌদ্ধ ধর্মগুরু ইঙ্গিত দিয়েছিলেন, ভোগান্তি পোহাতে হবে বাজ্জিওকে। সেই প্রসঙ্গে ইতালীয় তারকা বলেন, ''আমার কেরিয়ারের সব থেকে কঠিন মুহূর্ত। ফাইনাল খেলতে নামার আগে আমার বৌদ্ধ গুরু আমাকে বলেছিলেন, অনেক সমস্যায় পড়তে হতে পারে আমাকে। খেলা একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি মিস করায় তাই হল। ধর্মগুরুর ভবিষ্যদ্বাণী যে এতটা মিলে যাবে, তা বুঝতেই পারিনি।''
৯৪ বিশ্বকাপ জেতা আর হয়নি ইতালির। যদি আজুরিরা সেবার বিশ্ব চ্যাম্পিয়ন হত, তাহলে দিয়েগো মারাদোনা-পেলের সঙ্গে একই বন্ধনীতে থাকতেন বাজ্জিও। তিনি কিন্তু সেভাবে দেখেন না। ইতালির প্রাক্তন তারকা বলেন, ''আমি এভাবে দেখি না। ওদের পাশে থাকাটা আমার কাছে খুব কঠিন ব্যাপার। আমি কখনও এভাবে দেখিনি।''
