আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের প্লে অফের দিন ঘোষণা করল এফএসডিএল। দ্বিতীয় নকআউট ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে মোহনবাগান। অর্থাৎ, নর্থ ইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসির মধ্যে একটি দল খেলবে হোসে মোলিনার দলের বিরুদ্ধে। ৩ এপ্রিল নকআউট দুইয়ের বিজয়ীর ঘরের মাঠে খেলবে মোহনবাগান। দ্বিতীয় লেগ ৭ এপ্রিল যুবভারতীতে। প্রথম নকআউট জয়ীর সঙ্গে খেলবে এফসি গোয়া। ২ এপ্রিল প্রথম সেমিফাইনাল। প্রথম লেগ বিপক্ষের ডেরায় খেলবে গোয়া। ৬ এপ্রিল গোয়ায় দ্বিতীয় লেগ। ২৯ এবং ৩০ মার্চ বেঙ্গালুরু এবং শিলংয়ে হবে দুটো নকআউট ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি‌। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসি। 

১২ এপ্রিল আইএসএলের ফাইনাল। লিগ টেবিলে ওপরের দিকে থাকা দলের ঘরের মাঠে হবে ফাইনাল। অর্থাৎ, মোহনবাগান ফাইনালে উঠলে সেটা কলকাতায় হবে। কারণ লিগ পর্বে একনম্বরে দল হিসেবে শেষ করেছে সবুজ মেরুন। পরপর দু'বার লিগ শিল্ড জিতে ইতিহাস রচনা করেছে মোহনবাগান। আইএসএলের প্রথম দল হিসেবে এই নজির গড়েছে। লিগ পর্বে একনম্বর দল হিসেবে শেষ করার সরাসরি সেমিফাইনালে খেলবে মোহনবাগান। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর কিছুদিন ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন মোলিনা। ১৮ মার্চ থেকে আবার প্রস্তুতি শুরু হয়ে যাবে।