আজকাল ওয়েবডেস্ক: গত বারের নিলামে ঝড় তুলেছিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। কলকাতা নাইট রাইডার্স অজি পেসারকে ২৪.৭৫ কোটির বিনিময়ে দলে নিয়েছিল। আইপিএলের ইতিহাসে তিনিই ছিলেন সবচেয়ে দামি ক্রিকেটার।

এবারের মেগা নিলামে মিচেল স্টার্ককে টপকে সব চেয়ে দামি হতে পারেন ঋষভ পন্থ। সব রেকর্ড ছাপিয়ে যেতে পারেন দেশের তারকা উইকেট কিপার। জেদ্দার নিলামের আগে ইরফান পাঠান এই ভবিষ্যদ্বাণী করেছেন। পাঠান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''মিচেল স্টার্কের নিলামের রেকর্ড বিপন্ন। ঋষভ পন্থ তা ভাঙতে তৈরি।'' 

পথ দুর্ঘটনার পরে পন্থ  ফিরে এসেছেন ক্রিকেটে। মাঠে প্রত্যাবর্তন ইস্তক দেশের তারকা উইকেট কিপার-ব্যাটার মোহিত করছেন ক্রিকেটভক্তদের। দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। 

নিউ জিল্যান্ডের কাছে ঘরের মাঠে ভারত ৩-০-এ হোয়াইট ওয়াশ হলেও পন্থ নজর কেড়েছেন। প্রশংসিত হয়েছেন পন্থ। যে পিচ কোহলি-রোহিতদের মতো তারকাদের সামনে মৃত্যু পরোয়ানা নিয়ে হাজির হয়েছিল, সেই বাইশ গজে পন্থ কিন্তু কলার তুলে ব্যাট করে গিয়েছেন। কিউয়ি বোলারদের শাসন করে গিয়েছেন। 

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি তাঁর ইউটিউব চ্যানেলে বলেছিলেন, ''মানুষ হয়তো বলবে ঋষভ পন্থের দাম ২৫ কোটি। কিন্তু আমার মতে, পন্থের দাম ৫০ কোটি হবে।'' 

?ref_src=twsrc%5Etfw">November 18, 2024

পন্থের আক্রমণাত্মক ব্যাটিং, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং যে কোনও মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতার জন্যই পন্থের দাম আকাশ ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে।