আজকাল ওয়েবডেস্ক:‌ ফের বিতর্কে দিগ্বেশ রাঠি। আইপিএলে ‘নোটবুক’ সেলিব্রেশন করে একাধিক বার শাস্তি পেয়েছিলেন এই ক্রিকেটার। জরিমানার পর এক ম্যাচ নির্বাসিতও করা হয়। কিন্তু নিজেকে শুধরে নেওয়ার চেষ্টাই করছেন না দিল্লির বোলার। এ বার দিল্লির টি২০ লিগে বিপক্ষের ব্যাটারের সঙ্গে ঝগড়া করলেন। তার পরেই জোড়া ছক্কা হজম করলেন সেই ব্যাটারের হাতেই।


সাউথ দিল্লি সুপারস্টার্জের হয়ে খেলছেন দিগ্বেশ। তাদের খেলা ছিল ওয়েস্ট দিল্লি লায়ন্সের সঙ্গে। তখন ম্যাচের পঞ্চম ওভার চলছে। ওয়েস্ট দিল্লির অঙ্কিত কুমারকে বল করতে গিয়ে আচমকা থেমে যান দিগ্বেশ। পিছনে ফিরে আবার রান–আপ নিতে শুরু করেন। ব্যাটার বিরক্ত হলেও কিছু বলেননি।


দিগ্বেশ পরের বলটা করার আগেই ব্যাটার সরে যান ক্রিজ থেকে। আবারও আম্পায়ার সেই বল বাতিল করে দেন। এতেই রেগে যান দিগ্বেশ। অঙ্কিতের উদ্দেশে অশ্রাব্য ভাষায় কিছু কথা বলেন। আবার রান–আপে ফিরে যান। অঙ্কিত মুখে কিছু বলেননি। জবাব দেন ব্যাটে। দিগ্বেশের পরের ওভারের প্রথম দুটো বলেই ছক্কা মারেন। একটা লং–অন, একটা মিড–উইকেটের উপর দিয়ে। তার পর আঙুল দিয়ে একটা বিশেষ ইঙ্গিতও করেন।


দিগ্বেশ ওই ম্যাচে উইকেট পাননি। ৪৬ বলে ৯৬ রান করে ওয়েস্ট দিল্লিকে জেতান অঙ্কিত।

 

আরও পড়ুন:‌ জাতীয় ক্রীড়া বিল আইনে পরিণত হলে কতটা স্বস্তি মিলবে বিসিসিআইয়ের, জানুন ক্লিক করে...


এটা ঘটনা, আইপিএলে কিংস পাঞ্জাব ম্যাচে প্রিয়াংশ আর্যকে আউট করে তাঁর সামনে গিয়ে ‘নোটবুক’ সেলিব্রেশন করেন লখনউ সুপার জায়ান্টসের দিগ্বেশ রাঠি। সেই ম্যাচে তাঁর জরিমানা হয়। আবারও একটা ম্যাচে একই কাজ করে জরিমানা দেন। হায়দরাবাদ ম্যাচে অভিষেক শর্মাকে আউট করার পর মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেছিলেন। সেই ম্যাচের পর তাঁকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়। 

এদিকে, জসপ্রীত বুমরার ফিটনেস এবং ওয়ার্কলোড নিয়ে বেজায় সমস্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের কঠিন সিরিজের মধ্যে তিনটেতে খেলেন তারকা পেসার। এরপর এশিয়া কাপ। কিন্তু সেই টুর্নামেন্টে অনিশ্চিত বুমরা‌। রিপোর্ট অনুযায়ী, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিরিজ এবং ম্যাচের কথা ভেবে এবার তারকা পেসারকে সব সিরিজে খেলানো হবে না। তাঁকে যথাসম্ভব বেশি বিশ্রাম দেওয়ার পক্ষপাতি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী তেমনই জানা যাচ্ছে। সর্বোচ্চ স্তরে তাঁর কেরিয়ার দীর্ঘমেয়াদী করতেই এই সিদ্ধান্ত। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিরিজে তাঁকে খেলাতে চায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। পরের বছর মার্চ এবং এপ্রিলে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ। সেটাই লক্ষ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের জন্য তাঁকে ফিট রাখতে চায়।


চলতি বছরের শুরুতে পিঠে অস্ত্রোপচার হয় বুমরার। যার ফলে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। আইপিএলের একটা অংশে ছিলেন না। তারপর ইংল্যান্ড সিরিজের আগে অজিত আগরকর এবং গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন, তাঁকে তিনটে টেস্টে খেলানো হবে। কাকতালীয়ভাবে, ইংল্যান্ডে যে দুটো টেস্টে বুমরা খেলেনি, সেই দুটো টেস্টই জিতেছে ভারত। এটাই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে আরও সাহস যোগাচ্ছে।