আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট ছেড়ে এবার কবাডিতে বৈভব সূর্যবংশী?
এটা ঘটনা, ব্যাট হাতে তার দাপট আইপিএলের দৌলতে ইতিমধ্যেই দেখে ফেলেছে গোটা ক্রিকেটবিশ্ব। এবার কবাডিতে নতুন ভূমিকায় বৈভব সূর্যবংশী। ভারতের এই তরুণ প্রতিভাকে প্রো কবাডির ১২ তম মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে ১৪ বছর বয়সি রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটারকে দেশের কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে যোগ দিতে দেখা গেল।
অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব–১৯ দলের ওপেনার বৈভব ছাড়াও উপস্থিত ছিলেন কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা পুল্লেলা গোপীচাঁদ, প্রাক্তন হকি অধিনায়ক ধনরাজ পিল্লাই, কবাডি সুপারস্টার প্রদীপ নারওয়াল প্রমুখ। আর এমন চাঁদের হাটে থাকতে পেরে আনন্দ ধরছে না বৈভবের।
আরও পড়ুন: আরসিবি বোধহয় বোকাই! কেন একথা বললেন ললিত মোদি জানলে চমকে যাবেন
অনুষ্ঠানে এসে আপ্লুত বৈভব বলেছে, ‘আমার বয়স যখন পাঁচ কী ছয়, তখন থেকেই কবাডি খেলছি। তাই ম্যাটে ফিরে প্রথমবারের মতো সরাসরি খেলা দেখতে সত্যিই ভাল লাগছিল। কেবল কবাডি নয়, টেবিল টেনিসও পছন্দ করি। কিন্তু ক্রিকেট সব সময়ই আমার প্রথম প্রেম। পিকেএলে আমি পাটনা পাইরেটসকে সমর্থন করব। কারণ এটা আমার হোম টিম। বেঙ্গালুরু বুলসেরও প্রশংসা করব। এই দলে রয়েছেন পবন শেহরাওয়াতের মতো তারকা।’
এটা ঘটনা, ম্যাটে বৈভবকে কিছুক্ষণ ক্রিকেট খেলতেও দেখা যায়। সমস্ত বলই সে স্ট্যান্ডে পাঠায়। তাছাড়াও কবাডিও খেলেছে সে। এর আগে বৈভব বলেছিল, ‘খেলাধুলা শৃঙ্খলা শেখায়। জাতীয় ক্রীড়া দিবসে এ কথাই স্মরণ করি। রাজস্থান রয়্যালসের অংশ হতে পেরে ভাগ্যবান। আমার আশা, আমার মতো কম বয়সিরা ক্রিকেটের প্রতি আরও আগ্রহী হবে। বিশ্বাস রাখবে নিজেদের উপর।’
আরও পড়ুন: এত বছর পর কেন চড়কাণ্ডের ভিডিও প্রকাশ্যে আনলেন? ক্ষোভ উগড়ে দিলেন শ্রীশান্তের স্ত্রী...
প্রসঙ্গত, দক্ষিণী ডার্বিতে প্রো কবাডি লিগে অন্যরকম উত্তেজনা দেখা গেল। রোমাঞ্চকর ম্যাচে তেলুগু টাইটানসকে ৩৮–৩৫ ব্যবধানে পরাজিত করে তামিল থালাইভাস। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু বুলস এবং পুনেরি পল্টন। নির্ধারিত সময়ে খেলাটি ৩২–৩২ ব্যবধানে শেষ হয়। শেষমেশ টাইব্রেকারে গত মরশুমের চ্যাম্পিয়ন পুনেরি পল্টন ৬–৪ ব্যবধানে হারিয়ে দেয় বেঙ্গালুরুকে।
এটা ঘটনা, গত কয়েক মাসে ভারতীয় ক্রিকেটে পরিচিতি বেড়েছে বৈভবের। বিশেষ করে এত অল্প বয়সে প্রথম আইপিএলে নেমে সে যা খেলেছে, তাতে এখন থেকেই ভবিষ্যতের তারকা ধরা হচ্ছে তাকে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান তাঁকে ভারতের সবচেয়ে বড় প্রতিভার তকমা দিয়েছে। সেই বৈভব দেশের জার্সিতেও নজর কাড়ছে। ইংল্যান্ডের অনূর্ধ্ব–১৯ দলের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব–১৯ দলের হয়ে এক দিন ও টেস্টে আগ্রাসী ব্যাটিং করেছেন। যদিও বৈভবকে আগলে রাখছে রাজস্থান রয়্যালস।
প্রসঙ্গত, গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব–১৯ টেস্ট ম্যাচে মাত্র ৫৮ বলে শতরান করে নজির গড়েছিল বৈভব। গত আইপিএলের নিলামে তাকে কেনে রাজস্থান রয়্যালস। মাত্র ১৩ বছর বয়সেই কোটিপতি হয় সে। তারপর আইপিএলে শতরান করে প্রচারের আলোয় চলে আসে বৈভব।
